একদম অল্প খরচে তৈরি করুন দোতলা সুন্দর বাড়ি, রইলো খরচের পরিমাণ সহ বাড়ির আধুনিক ডিজাইন

নিজস্ব প্রতিবেদন: মানুষের মনের মধ্যেই নিজস্ব একটি বাড়ি তৈরি করার সুপ্ত আকাঙ্ক্ষা থাকে। তবে যদি সঠিক পরিকল্পনা না থাকে কোন ভাবেই কিন্তু এই বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হবে না। যদি আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে থাকেন সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু টাকা দিয়ে বাড়ি তৈরীর পরিকল্পনা বানিয়ে নিতে পারেন। তবে যদি আপনারা মধ্যবিত্ত সাধারণ মানুষের মধ্যে হয়ে থাকেন তাহলে এটা একেবারেই অসম্ভব।

কিন্তু তা বলে কি বাড়ি তৈরি করবেন না বা চেষ্টা ছেড়ে দেবেন! আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের উদ্দেশ্য একটি দোতলা বাড়ির ডিজাইন শেয়ার করে নিতে চলেছি। বর্তমান সময়ে দাঁড়িয়ে যারা মোটামুটি সাধারণ খরচের মধ্যে একটি দোতলা বাড়ি তৈরি করার কথা ভাবছেন নিশ্চিন্তে কিন্তু আমাদের আজকের পরিকল্পনাটি ফলো করতে পারেন। তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক। পরিকল্পনাটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে নিতে ভুলবেন না।

অন্যান্য যেকোনো বাড়ির মতন এই বাড়ির শুরুতেও আপনারা রাখতে পারেন ড্রয়িং রুম। ড্রয়িং রুমের ঠিক দুই দিকে থাকবে দুটি রুম এর মধ্যে একটি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথেই থাকবে একটি সংলগ্ন বাথরুম। অন্যদিকের রুমটি আপনারা গেস্ট রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এবার ড্রয়িং রুম থেকে ঠিক সোজা যে প্যাসেজ অংশটি থাকবে সেটা কি আপনারা খোলামেলা ডাইনিং স্পেস হিসেবে রাখতে পারেন।

গেস্টরুমের ঠিক পাশের অংশটিতে কিচেন এবং মাস্টার বেডরুমের ঠিক পাশেই আরও একটি কমন টয়লেট। ডাইনিং এরিয়া থেকে খোলামেলা ভাবেই সিঁড়ির ঘর তুলে নিতে পারেন এক্ষেত্রে খরচা কম হবে।। এবং পেছনের অংশে আরও দুটি রুম আপনারা খুব সহজেই করতে পারেন। যদি সদস্য সংখ্যা কম থাকে সেক্ষেত্রে একটি রুম স্টাডি রুম হিসেবেও কিন্তু ব্যবহার করা যাবে।

কম খরচে এবং কম জায়গার মধ্যে যদি আপনারা চার বেডরুমের এরকম গ্রাউন্ড ফ্লোর তৈরি করতে চান তাহলে অবশ্যই এই পরিকল্পনাটা ট্রাই করে দেখুন। কিন্তু যদি এটাকে আপনারা দোতলা করতে চান সেক্ষেত্রে পরিকল্পনা একটু আলাদা হয়ে যাবে। দোতলাতেও ঠিক একই রকম ভাবে চারটি বেডরুম এবং ড্রয়িং রুমের জায়গাটিতে একটি লিভিং রুম করা যেতে পারে। আবার ওই লিভিং রুমটা আপনারা বেডরুম হিসেবেও কনভার্ট করে নিতে পারেন। এছাড়াও ড্রয়িং রুমের সামনে একটু ফাঁকা জায়গা রেখে আপনারা সহজেই ব্যালকনি তৈরি করে একটু ডেকোরেশন করে নিতে পারেন।

গ্রাউন্ড ফ্লোর এর মতন দোতলাতেও কিন্তু একই জায়গাতে বাথরুম থাকবে। কিচেনের জায়গাটি আপনারা ঠাকুর ঘর বা অন্য কোন কাজে ব্যবহার করতে পারেন। মোটামুটি এই বাড়িটি যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোর তৈরির ক্ষেত্রে খরচা পড়বে প্রায় ২২ থেকে ২৫ লক্ষ টাকা। অন্যদিকে দোতলার সহ তৈরি করতে গেলে খরচ পড়বে প্রায় ৪০ থেকে ৪২ লক্ষ টাকা। মার্বেল ফিনিশিং এবং দামি রং করলে এই খরচ কিন্তু আরো একটু বেড়ে যাবে।

আমরা এই পুরো খরচের হিসেবটাই জমি ছাড়া উল্লেখ করলাম। জমি হিসেবে এটি আরো বাড়তে পারে। সুতরাং একতলা বা দোতলা বাড়ি তৈরি করতে চাইলে আপনারা সহজেই এই পরিকল্পনাটি গ্রহণ করতে পারেন। মোটামুটি মাঝারি থেকে বড় পরিবার খুব সহজেই এখানে বসবাস করতে পারবেন। এই ধরনের আরো ডিজাইন সম্পর্কে জানতে নজর রাখতে থাকুন আমাদের পোর্টালের পাতায়।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/4v7W99TS53I

Back to top button