খুবই কম খরচে তৈরি করে ফেলুন তিন বেডরুমের সুন্দর একতলা বাড়ি, খরচের পরিমাণ এবং ডিজাইন সহ রইল বিস্তারিত









নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একটি বাড়ি বানাতে ইচ্ছুক? তবে বহু রকমের চেষ্টা করার পরেও কোন সুবিধা করে উঠতে পারছেন না! যাই করুন না কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে পরিকল্পনা? তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নিন।
কারণ আজকের এই বিশেষ প্রতিবেদনে একটা দুর্দান্ত ভাবে ডেকোরেট করা তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সম্পূর্ণরূপে মধ্যবিত্ত সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখেই বাড়িটি তৈরি করা হয়েছে। আসুন ডিজাইনটি দেখে নেওয়া যাক।




এই বাড়িটির মূল প্রবেশ পথের শুরুতেই আপনারা পেয়ে যাচ্ছেন সিঁড়ির ঘর এবং সিঁড়ির ঘরের নিচে যে জায়গাটুকু থাকছে সেখানে সহজেই কিন্তু বাইক রাখতে পারবেন। সিঁড়ির ঘরের থেকে দুদিকে আপনারা পেয়ে যাবেন দুটো বেডরুম। এই দুটো বেডরুমের সাথেই কিন্তু অ্যাটাচ বারান্দা এবং একটি বেডরুমের সাথে এটাচ বাথরুম রয়েছে।




এটাচ বাথরুম থাকা বেডরুমটিকে আপনারা মাঝে মাঝে গেস্ট রুম হিসেবেও কাজে লাগাতে পারবেন খুব সহজেই। এবার সিঁড়ির ঘর থেকে বেরিয়ে সোজাসুজি যে বড় প্যাসেজটা আপনারা পাচ্ছেন সেটা ড্রয়িং কাম ডাইনিং রুম এবং এর ঠিক ডানদিকে একটি বেডরুম আর বাম দিকে আপনারা বানিয়ে নিতে পারেন কিচেন।
কিচেনের লাগোয়া জায়গাটিতে কিন্তু কমন টয়লেট তৈরি হয়ে যাবে খুব সহজেই। অবশ্যই আপনারা চেষ্টা করবেন দুটো টয়লেট বাড়িতে রাখার যাতে অতিথি আসলেও কোন রকমের সমস্যা না হয়। মোটামুটি ডেকোরেশন সহ আর ভালো রংয়ের কম্বিনেশন করে এই বাড়িটি তৈরি করতে আপনাদের খরচ পড়বে ২০ থেকে ২২ লক্ষ টাকা। যারা বাড়িটি এরকম ডিজাইন সহ তৈরি করতে চান অবশ্যই আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটিও দেখে নিতে পারেন।।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/Z3_JDWJ0TUs











