একদম অল্প খরচে তৈরি করুন ৩ বেডরুমের সুন্দর একতলা বাড়ি, রইলো খরচের পরিমাণ সহ বাড়ির আধুনিক ডিজাইন









নিজস্ব প্রতিবেদন: কর্মব্যস্ত জীবনে এখন আর মানুষ হয়তো আগের মতন নিজেরা দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরীর কাজে অংশগ্রহণ করেন না। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নির্ভরশীল হয়ে পড়েছেন ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্টের উপর। তবে এই ফ্ল্যাট এপার্টমেন্ট যতই ভালো হোক না কেন কখনোই কিন্তু এই রেডিমেড বাড়ি বা ফ্ল্যাট আমাদের মনের মত হতে পারে না।
নিজস্ব একটি ভালো পরিকল্পনা সহ বাড়ি তৈরি করার মধ্যে যে আনন্দ রয়েছে সেটা কিন্তু অন্য কোন ক্ষেত্রে নেই।। তবে এই পরিকল্পনা বানানোটা অনেক ক্ষেত্রেই মধ্যবিত্ত সাধারণ মানুষের বাজেটের বাইরে চলে যায়। আজ তাই আমরা একেবারে সাধারণ ডিজাইন এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতে চলেছি। মধ্যবিত্ত মানুষের চাহিদার কথা মাথায় রেখেই এই বাড়ির ডিজাইন টা বানানো হয়েছে।




তিন বেডরুমের এই একতলা বাড়ি যদি আপনারা আমাদের ডিজাইন অনুযায়ী তৈরি করেন তাহলে খরচ পড়বে মোটামুটি ১৫ লক্ষ টাকার কাছাকাছি। আসুন ডিজাইনটি সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।
বাড়িটির শুরুতেই হালকার ডিজাইন বা সৌন্দর্যের জন্য একটি পোরচ রাখা হয়েছে। এরপর সেখান থেকে প্রবেশ পথের একেবারে প্রথমেই আপনারা পেয়ে যাবেন একটা বড় ড্রয়িং কাম ডাইনিং রুম।একটা লম্বা প্যাসেজ জুড়ে এই ড্রয়িং কাম ডাইনিং রুম রাখা হয়েছে যার একেবারে শেষের অংশে অর্থাৎ পেছনের দিকে রয়েছে সিঁড়ির ঘর বা সিঁড়ির অংশ।




এই ড্রয়িং রুমের প্রথমের দুটি অংশে দুপাশে রয়েছে মাস্টার বেডরুম। এর মধ্যে একটি বেডরুমের সাথে আপনারা সংলগ্ন বাথরুম তৈরি করে নিতে পারেন। এই বাথরুমের অপর পাশে আরও একটা ছোট বেডরুম তৈরি হয়ে যাবে সহজেই। যদি বাড়ির সদস্য সংখ্যা কম থাকে সেক্ষেত্রে এই বেডরুমটাকে খুব সহজেই আপনারা স্টাডি রুম বা অন্য কোন কাজেও ব্যবহার করতে পারবেন।।
ডাইনিং এর অপর পাশে অর্থাৎ সিড়ির ঠিক কোনাকুনি কিচেন এবং আরও একটা কমন টয়লেট খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। তাহলে সবদিক মিলিয়ে এই বাড়িটিতে আপনারা দুটো মাস্টার বেডরুম এবং একটি ছোট বেডরুম, একটা অ্যাটাচ টয়লেট এবং একটা কমন টয়লেট, ড্রয়িং কাম ডাইনিং রুম এবং একটা কিচেন পেয়ে যাচ্ছেন।




মোটামুটি একজন মধ্যবিত্ত ছোট ফ্যামিলির জন্য যেরকম বাড়ি প্রয়োজন হতে পারে তার সমস্ত দিক মাথায় রেখেই এই পরিকল্পনাটা তৈরি করা হয়েছে। নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত ভালো ডিজাইন। যদি মার্বেল ফিনিশিং এবং জমির দাম আলাদা রাখেন তাহলে ১৫ লক্ষ টাকার মধ্যেই এই বাড়িটা তৈরি হয়ে যাবে। বাড়িতে তৈরি করতে আপনাদের মোটামুটি ১২০০ স্কয়ার ফুট এলাকার প্রয়োজন।
আপনারা চাইলে বাড়িটির সামনের দিকের ছাদের রেলিং থেকে শুরু করে কোচের উপরের অংশে সামান্য ডিজাইন করে বাহ্যিক সৌন্দর্যকেও ফুটিয়ে তুলতে পারেন। আপনাদের এই বিশেষ পরিকল্পনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে নিতে পারেন।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/iX4tOQwUaHQ











