অল্প খরচে বানিয়ে নিন ৩ বেডরুমের সুন্দর একতলা বাড়ি, রইল খরচের পরিমাণ সহ আধুনিক ডিজাইন









নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকেই হয়তো বাড়ি তৈরি করার কথা চিন্তা-ভাবনা করছেন। তবে এই ক্ষেত্রে আপনাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে উপযুক্ত পরিকল্পনা। সেই সমস্ত পাঠক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আজকের এই বিশেষ প্রতিবেদনটি একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন।
তাহলেই হয়ে যাবে আপনাদের সমস্ত সমস্যার সমাধান। কারণ আজকের এই বিশেষ প্রতিবেদনে একেবারে অল্প খরচে আমরা তিন বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করে নেব।




এই বাড়ির ডিজাইনটি অনুযায়ী একেবারে সামনের অংশে রাখা হয়েছে একটি পোরচ আর খোলা বারান্দা। এই খোলা বারান্দাটি সামনে থাকা বেডরুমের সঙ্গে এটাচ থাকবে। মূল প্রবেশদ্বার দিয়ে ঘরে প্রবেশ করতেই এখানে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং সেখান থেকে বেরোলেই ডাইনিং রুম কাম সিঁড়ির ঘর। ড্রয়িং রুমের ঠিক ডান দিকে রয়েছে একটি মাস্টার বেডরুম সহ attach বারান্দা আর বাথরুম।
ডাইনিং রুমের ডান দিকে অর্থাৎ এই মাস্টার বেডরুমের অ্যাটাচ বাথরুম টার পরেই আপনারা পেয়ে যাবেন একটা কিচেন। ডাইনিং রুম থেকে ঠিক সোজাসুজি আপনারা পেয়ে যাবেন একটা কমন টয়লেট এবং কমন টয়লেট এর ঠিক দুই দিকে থাকবে আরও দুটো বেডরুম।




যদি আপনাদের বাড়ীর সদস্য সংখ্যা কম থাকে সেক্ষেত্রে এই তিনটে বেড রুমের মধ্যে একটাকে কিন্তু স্টাডি রুম হিসেবে সহজেই কাজে লাগাতে পারেন। বাড়ির পেছনে যাওয়ার রাস্তা থাকলে অবশ্যই এই বেডরুম গুলোর মধ্যে একটিতে কিন্তু একটা অতিরিক্ত দরজা তৈরি করতে ভুলবেন না।।
বাড়িতে তৈরি করতে গেলে সব মিলিয়ে আপনাদের খরচ হবে প্রায় 22 লক্ষ টাকার কাছাকাছি। তবে মূল্যবৃদ্ধির বাজারে মাল মসলার দামের হেরফেরে কিন্তু কিছুটা পরিবর্তন হতেই পারে। ডিজাইন টি কেমন লাগলো তা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/b1boSKxzOL0











