খুবই অল্প খরচে তৈরি করে ফেলুন ৪ বেডরুমের একতলা বাড়ি, আধুনিক ডিজাইন সহ রইল বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ কিন্তু ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্যই রেডিমেড বাড়ি অথবা ফ্ল্যাট কিনে নেওয়া পছন্দ করেন।। কিন্তু যতই খরচ করা হোক না কেন এই রেডিমেড বাড়ি অথবা ফ্ল্যাটে কিন্তু নিজেদের মনের মতন পরিকল্পনা কখনোই পাওয়া যায় না।

বাড়ি তৈরি করতে গেলে একটা ভালো আর পারফেক্ট পরিকল্পনা বিশেষভাবে প্রয়োজন যাতে সুন্দরভাবে এটা তৈরি হতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের দেখাতে চলেছি একটি 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। আপনারা যারা সম্প্রতি বাড়ি তৈরি করতে আগ্রহী রয়েছেন নিশ্চিন্তে আমাদের আজকের এই প্রতিবেদনটি ফলো করে ডিজাইনটি দেখে নিতে পারেন।

এই বাড়িটির মূল প্রবেশ পথের শুরুতেই রাখা হয়েছে সিঁড়ির ঘর যেটার তলার অংশকে আপনারা কিন্তু বাইক বা সাইকেল রাখার জায়গা অথবা স্টোর রুম হিসেবেও কাজে লাগাতে পারবেন। সিঁড়ির ঘরের ঠিক দুই দিকে রয়েছে দুটি মাস্টার বেডরুম, যার একটি বেডরুমের সঙ্গে থাকছে অ্যাটাচ টয়লেট।

এটাকে আপনারা গেস্ট রুম হিসেবেও কাজে লাগাতে পারবেন যাতে অতিথিদের কোন রকমের সমস্যা না হয়।। সিঁড়ির ঘর থেকে বেরোলেই আপনারা পেয়ে যাবেন ড্রয়িং কাম ডাইনিং এরিয়া যেটা একসাথেই রাখা হয়েছে। ডাইনিং রুমের ঠিক সোজাসুজি থাকছে কিচেন এবং কিচেনের দুদিকে আরও দুটি বেডরুম।

ডান দিকের বেডরুমের ঠিক ধারেই অর্থাৎ অন্য বাথরুম টির ঠিক পাশে থাকছে আরও একটি কমন বাথরুম।। যেটা বাড়ির সকল সদস্যরাই ব্যবহার করতে পারবেন। মোটামুটি চার বেডরুমের এই পরিকল্পনা অনুযায়ী আপনারা যদি বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে খরচ পড়বে প্রায় ২৫ লক্ষ টাকার কাছাকাছি।

তবে মূল্যবৃদ্ধির বাজারে মাল মেটেরিয়াল এর পার্থক্যের জন্য এই হিসেবে একটু কম বেশি হতে পারে। আপনারা যারা বাড়ি তৈরি করতে আগ্রহী রয়েছেন এই প্রতিবেদনের ডিজাইনটি কিন্তু থ্রিডি মডেলেও ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন।। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/imYY0TH59l8

Back to top button