অল্প খরচে বানিয়ে ফেলুন ৪ বেডরুমের একতলা বাড়ি, খরচের পরিমাণ এবং আধুনিক ডিজাইন সহ রইল বিস্তারিত









নিজস্ব প্রতিবেদন: বাড়ি তৈরি করা নিয়ে কমবেশি অনেকে নানান রকমের সমস্যার মধ্যে পড়ে থাকেন যার মধ্যে অন্যতম হলো উপযুক্ত পরিকল্পনার অভাব। উপযুক্ত পরিকল্পনা ছাড়া কখনোই কিন্তু এই বাড়ি তৈরি করা সঠিকভাবে সম্ভব নয়। এদিকে সাধারণ মধ্যবিত্ত মানুষের যা বাজেট তাতে কোনোভাবেই বাইরে থেকে পরিকল্পনা তৈরি করার জন্য খরচ করাটাও কিন্তু সুবিধা জনক নয়।
এই অবস্থায় দাঁড়িয়ে পাঠক বন্ধুদের কথা ভাবনাচিন্তা করে আজ আমরা নিয়ে চলে এসেছি খুবই সাধারণ একটি বাড়ির পরিকল্পনা। চার বেডরুম সহ এই বাড়িটিতে আপনারা পেয়ে যাবেন দারুন ডেকোরেশন এবং মোটামুটি মধ্যবিত্ত মানুষের থাকার মতন সমস্ত সুবন্দোবস্ত। চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক।




আজ আমরা যে বাড়িটির পরিকল্পনা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তাতে একেবারে শুরুতেই রাখা হয়েছে একটি খোলামেলা স্পেস বা বারান্দার মতন অংশ যেখানে আপনারা বসতেও পারবেন আবার বাইক থাকলেও দাঁড় করিয়ে রাখতে পারবেন।। তারপর মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরেই একদিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটি অ্যাটাচ বাথরুমসহ বেডরুম এবং অন্যদিকে ড্রয়িং রুম।




মূল প্রবেশদ্বারের কিন্তু দুটো দরজা থাকছে। একটা সোজাসুজি চলে যাচ্ছে ডাইনিং রুমে আর একটা চলে যাচ্ছে ড্রয়িং রুমে। অর্থাৎ আপনারা দুটো দিক থেকেই প্রবেশ করতে পারবেন বাড়ির অভ্যন্তরে। ডাইনিং রুমের ডান দিকে সিঁড়ির ঘর এবং কমন টয়লেট একসঙ্গে রাখা হয়েছে এবং বাম দিকে থাকছে পেছনের দিকে থাকা বেডরুমের সঙ্গে একটি অ্যাটাচ টয়লেট।
ডাইনিং রুম থেকে সোজাসুজি আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন এবং কিচেন এর দুদিকে থাকছে আরো দুটো বেডরুম। প্রসঙ্গত উল্লেখ্য আমরা যেহেতু চার বেড রুমের কথা বলেছি সেক্ষেত্রে জানিয়ে রাখি যে ড্রয়িং রুমটাকেও কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে সঠিকভাবে আপনারা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। মোটামুটি সাধারণভাবে সঠিক ডেকোরেশন সহ এই বাড়িটি তৈরি করতে গেলে খরচ পড়বে ২৫ থেকে ২৬ লক্ষ টাকার কাছাকাছি। কেমন লাগলো আমাদের আজকের এই পরিকল্পনা তা অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/j4FrIEnkOoI











