অল্প খরচে তৈরি করুন ৪ বেডরুমের সুন্দর একতলা বাড়ি, রইলো খরচের পরিমাণ সহ বাড়ির আধুনিক ডিজাইন









নিজস্ব প্রতিবেদন: বাড়ি তৈরি করতে গেলে পর্যাপ্ত মূলধনের পাশাপাশি যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন তা হল সঠিক পরিকল্পনা। সঠিক পরিকল্পনা ছাড়া কিন্তু কোন কাজ ভালোভাবে হতে পারে না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে তাই একটা চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন শেয়ার করে নেব।।
উপযুক্ত মূলধনের অভাবে যারা আলাদাভাবে ডিজাইন তৈরি করাতে পারেন না অথচ বাড়ি তৈরি করার কাজে হাত দিতে চাইছেন, তারা অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে নিন। দেখবেন কোন ঝামেলা ছাড়াই কিন্তু আপনাদের অনেকটা সমস্যার সমাধান হয়ে গিয়েছে। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক।




আজ আমরা যে ডিজাইনটি আপনাদের দেখাবো তা ঠিক সামনেই একটা খোলা বারান্দা বা কোরচের মত অংশ রাখা রয়েছে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এটির ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। এরপর মূল প্রবেশ দ্বার দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলেই আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম।
ড্রয়িং রুমের ঠিক দুই ধারে দুটো বেডরুমের ব্যবস্থা করা রয়েছে। এর মধ্যে একটি বেডরুমের সাথে থাকবে অ্যাটাচ টয়লেট। ড্রয়িং রুমের দুই ধারে থাকা এই দুটো বেড রুমের সাথেই কিন্তু একদম বাড়ির সামনে দুটো বারান্দা আপনারা পেয়ে যাচ্ছেন।।




ড্রয়িং রুম থেকে ঠিক সোজা বেরোলেই আপনারা পেয়ে যাচ্ছেন ডাইনিং রুম কাম সিঁড়ির ঘর। কোনরকম দেওয়াল ছাড়াই এটাকে একসঙ্গে রাখা হয়েছে। ডাইনিং রুমের ঠিক দুই দিকে থাকছে যথাক্রমে কিচেন এবং একটি কমন টয়লেট। বাড়িতে এটা টয়লেট ছাড়াও কিন্তু একটা কমন টয়লেটের প্রয়োজনীয়তা রয়েছে সকল সদস্যের ব্যবহারের জন্য।




সিঁড়ির ঠিক দুই পাশে আরো দুটো বেডরুম অর্থাৎ সবমিলিয়ে চারটে বেডরুম আপনারা পেয়ে যাবেন এখানে। সম্পূর্ণ বাড়িটিতেই কিন্তু মার্বেল ফিনিশিং করে ডিজাইন করা হয়েছে। তবে আপনারা চাইলে কম খরচায় সাধারণ ফ্লোরিং অথবা টাইলস বসিয়ে নিতে পারেন। আবার খরচা কমাতে চাইলে কিন্তু দামি রং এর পরিবর্তে আপনারা থ্রিডি ওয়ালপেপার ব্যবহার করতে পারেন যা বর্তমান সময়ে ব্যাপকভাবে প্রচলিত।
মোটামুটি এই বাড়িটা তৈরি করতে গেলে আপনাদের জমকালো ইনটেরিওর ডেকোরেশন ছাড়া খরচ পড়বে প্রায় ২৫ লক্ষ টাকার কাছাকাছি।তবে বিভিন্ন জিনিসের দামের হেরফেরের কারণে কিন্তু এই খরচ কিছুটা পরিবর্তিত হতে পারে। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটা দেখে নেবেন। ডিজাইন টি ভালো লাগলে একটা কমেন্ট করে জানানোর অনুরোধ রইলো।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/lgTXatzAgzY











