খুবই কম খরচে তৈরি করে নিন ২ বেডরুমের একতলা বাড়ি, খরচের পরিমাণ এবং আধুনিক ডিজাইনসহ রইল বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: বাড়ি তৈরি করা বর্তমান সময়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে একটা সবথেকে কঠিন বিষয়। বহু মানুষ রয়েছেন যারা দীর্ঘ সময়ের চেষ্টার পরেও কিন্তু সঠিক পরিকল্পনা সহ একটা বাড়ি তৈরি করতে পারেন না। বিশেষ করে মধ্যবিত্ত সাধারণ মানুষ হলে যেন এই সমস্যা কয়েকগুণ বেড়ে যায়।

আজকের এই বিশেষ প্রতিবেদনের তাই সাধারণ মধ্যবিত্ত মানুষের চাহিদার কথা মাথায় রেখেই দুই বেডরুমের একটি একতলা বাড়ির সাধারণ ডিজাইন আপনাকে দেখাতে চলেছি। এই ডিজাইনটা ফলো করে আপনারা খুব সহজেই কিন্তু একটা ভালো বাড়ি তৈরি করতে পারেন।। যদি ডিজাইনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।

এই বাড়িটির মূল প্রবেশ পথ রাখা হয়েছে সিঁড়ির ঘর দিয়ে। এখান থেকে ঢুকেই ঠিক বামদিকে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সোজাসুজি রাখা হয়েছে ডাইনিং রুম। আর এই ডাইনিং রুম থেকে আরেকটু সামনে অর্থাৎ সোজাসুজি আপনারা একটি কমন টয়লেট আর কিচেন পেয়ে যাবেন।

কমন টয়লেটের ঠিক বাম দিকে অর্থাৎ ডাইনিং রুমের কোনাকুনি আপনারা প্রথম বেডরুম এবং তার ঠিক সাথে একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটের ডানদিকে অর্থাৎ বাড়ির সামনের অংশে থাকছে আরো একটা বেডরুম।

এই সামনের বেডরুমটার সাথে কিন্তু আপনারা একটা লম্বা প্যাসেজ বা বারান্দা তৈরি করে নিতে পারেন। এতে যেমন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি হবে ঠিক তেমনভাবেই একটা খোলামেলা জায়গা আপনারা পেয়ে যাবেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। মোটামুটি দুই কাঠা বা দেড় কাঠা জমির মধ্যেও এই বাড়িটা আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন ১৫ লক্ষ টাকা খরচে।

মার্বেল ফিনিশিং এবং ভালো রংয়ের কম্বিনেশন করতে গেলে অবশ্যই কিছু বেশি খরচ হতে পারে। রংয়ের খরচ বাঁচানোর জন্য আজকাল অনেকেই ওয়ালপেপার ট্রাই করে থাকেন। আপনারাও কিন্তু এই বিষয়টা একটু নজরে রাখতে পারেন।

Back to top button