রান্নাঘরে থাকা শিলপাটাতে ধার এবার দিন নিজে নিজেই! শুধু ব্যবহার করুন চোখের সামনে থাকা এই একটি দুর্দান্ত জিনিস









নিজস্ব প্রতিবেদন: বাড়িতে থাকা শিলনোড়া বা শিল পাটা ধার করা নিয়ে আপনাদের কিন্তু বেশ সমস্যার মুখোমুখি হতে হয়।। পূর্ববর্তী সময়ে অনেক ব্যক্তিরা কিন্তু একেবারে বাড়িতে এসেই এই ধার করার কাজটি করতেন। এখন আর সেই দিন নেই। বেশিরভাগ বাড়িতেই মিক্সার গ্রাইন্ডার এর ব্যবহারের কারণে শিলনোড়ার চল প্রায় উঠে গিয়েছে।
তবে এখনো অনেক মানুষ রয়েছেন যারা শিলনোড়াতেই কিন্তু রান্না খেতে খুব ভালবেসে থাকেন। আসলে এই শিলনোরাই বাটা মসলায় তৈরি রান্না খেতেও খুব সুস্বাদু হয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই আপনাদের সাথে এই শিলনোরা ধার করার পদ্ধতি শেয়ার করে নেব। বাড়িতে থাকা একটি মাত্র উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই কাজটা করে নিতে পারবেন।।




কমবেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই ওষুধের অ্যালুমিনিয়াম ফয়েল বা খোসা রয়েছে। এরকম ধারালো দেখে দুটো খারাপ বা খোসা নিয়ে নিন এবং সেটাকে টুকরো টুকরো করে কেটে ফেলুন। তারপর শিলনোড়া অর্থাৎ সিলের মধ্যে দিয়ে আপনাদের এটাকে অনেকটা মশলা বাটার মতন করেই কিন্তু বেটে নিতে হবে।




এই ওষুধের প্যাকেট গুলো এতটাই ধারালো হয়ে থাকে যে খুব সহজেই সেটা আপনার শিলপাটাকে ধার করে তুলতে সাহায্য করবে। আপনারা যারা মনে করছেন এই কাজটা একেবারেই কঠিন তারা অবশ্যই প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে একটা স্পষ্ট ধারণা তৈরি করে নিতে পারেন।
এভাবে ধার করে নেওয়ার পরে কিন্তু যে কোন মসলা বা জিনিস আপনারা বেটে দেখে নিতে পারেন সঠিকভাবে কাজ হয়েছে কিনা। এটা কিন্তু একটা খুবই সহজ পদ্ধতি। আর করতে গেলে আপনাদের কোন খরচাও হবে না। যদি দুই মাসে একবার হলেও এইভাবে আপনারা শিলপাটা ধার করে নিতে পারেন তাহলে আর কোন রকমের ঝামেলা আপনাদের বহন করতে হবে না। কেমন লাগলো আজকের এই বিশেষ প্রতিবেদন তা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।











