সোনার দামে এলো ব্যাপক পরিবর্তন! জেনে নিন ১০ গ্রাম হলুদ ধাতুর বাজারদর









নিজস্ব প্রতিবেদন: বিশেষ কোনো দিনের জন্য আবেগ হিসেবে হোক অথবা ভবিষ্যতের বিনিয়োগের ক্ষেত্রে সবকিছুতেই কিন্তু আমাদের মাথায় সবার প্রথমে আসে সোনার নাম। মূল্যবৃদ্ধির বাজারে আজকাল কিন্তু এই তালিকায় রূপোকেও রাখা যেতে পারে।রুপোর দামও বেশির ভাগ সময়েই থাকে চড়ার দিকে। ফলে, কোনও বিপদ-আপদে সোনার গয়নাই তখন আমাদের আর্থিক সাহায্য করে।
তবে সোনা আর রুপোয় বিনিয়োগ করার আগে, তার দামটা মাথায় রাখুন। কারণ, দিনে দিনে দুই মূল্যবান ধাতুর দাম কখনও বাড়ছে আবার কখনও কমছে। মূল্যবৃদ্ধির বাজারে যাওয়ার ফলস্বরূপ বেশ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে মধ্যবিত্ত সাধারণ মানুষকে।




বিগত কয়েক বছরে লকডাউন পরিস্থিতির পর থেকেই সোনার দাম যেন বেশিরভাগ দিন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে পৌঁছে গিয়েছে। যেহেতু এখন বিয়ের মরসুম চলছে তাই সাধারণ মানুষের আরো নাভিশ্বাস অবস্থা বলা যায়। চলুন এবার জেনে নেওয়া যাক সোনার সাম্প্রতিক বাজারদর সম্পর্কে।
সম্প্রতি গত সোমবার অর্থাৎ ৬ই ফেব্রুয়ারি ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৫২৪০ টাকা। পাশাপাশি যথাক্রমে ৮ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৪১৯২০ টাকা,১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৫২৪০০ টাকা এবং ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৫২৪০০০ টাকা।




২৪ ক্যারেট সোনার ক্ষেত্রে এবার দামগুলো জেনে নেওয়া যাক। সোমবার ৬ ফেব্রুয়ারি ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৫৭১৬ টাকা,৮ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৪৫৭২৮ টাকা,১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৫৭১৬০ টাকা ও ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৫৭১৬০০ টাকা।
মঙ্গলবার অর্থাৎ ৭ তারিখ ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৫২৬৫ টাকা।৮ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৪২১২০ টাকা,১০ গ্রাম ২২ ক্যারাট সোনার ৫২৬৫০ টাকা এবং ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ৫২৬৫০০ টাকা।এবার বলবো ২৪ ক্যারেট সোনার কথা।




মঙ্গলবার ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৫৭৪৪ টাকা। পাশাপাশি ৮ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৪৫৯৫২ টাকা,১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৭৪৪০ টাকা ও ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৫৭৪৪০০ টাকা।
শেষে আমরা নজর রাখবো মঙ্গলবার অর্থাৎ ৭ তারিখ রূপোর দামের উপর।। এদিন ১ গ্রাম রুপোর দাম ছিল ৭১.২০ টাকা। অন্যদিকে ৮ গ্রামের ক্ষেত্রে ৫৬৯.৬০ টাকা,১০ গ্রামের ক্ষেত্রে ৭১২ টাকা ,১০০ গ্রামের ক্ষেত্রে ৭১২০ টাকা এবং এক কেজি রূপোর ক্ষেত্রে ৭১২০০ টাকা। অর্থাৎ সব মিলিয়ে সোনা আর রুপোর দাম যেভাবে ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে তাতে সাধারণ মানুষের কি অবস্থা তা হয়তো আর আপনাদের আলাদা করে বোঝানোর দরকার নেই।











