সোনার দামে আসলো বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের চেয়ে সস্তা ২,৫৫০ টাকা

নিজস্ব প্রতিবেদন: বিগত বেশকিছু সময় ধরেই চলছে বিয়ের সিজন আর এই সময় সব থেকে বেশি থাকে সোনার গয়নার চাহিদা। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখন গহনা কেনার কথা চিন্তাভাবনা করছেন তবে মূল্যবৃদ্ধির বাজারে সেটা সম্ভব হয়ে উঠছে না। তাই প্রতিনিয়ত আপনাকে কিন্তু সোনার বাজারদরের উপর চোখ রাখতে হবে যাতে কোনোভাবেই নিম্নমুখী মূল্য হাতছাড়া না হয়ে যায়।

প্রাচীনকাল থেকেই ভারতীয় প্রদেশে সোনার প্রতি মানুষের এক প্রকার আলাদা আকর্ষণ রয়েছে। বহু যুগ পেরিয়ে গেলেও এই আকর্ষনের বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি বরং তা দিন প্রতিদিন আরো বৃদ্ধি পেয়েছে। যে কোন উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ কোন দিনে তাই মহিলাদের প্রথম পছন্দ হলো সোনা। চলুন তাহলে সময় নষ্ট না করে সোনার সাম্প্রতিক বাজারদর জেনে নেওয়া যাক।

১) মঙ্গলবার অর্থাৎ ৭ ই মার্চ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬,৭৫০ টাকা। সোমবারের তুলনায় এদিন সোনার দাম বেড়েছে ৫০ টাকা। অন্যদিকে এদিন ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৫৩,৮৫০ টাকা হয়েছে, যা রেকর্ড দামের (৫৬,৪০০) থেকে ২,৫৫০ টাকা কম। মঙ্গলবার হলমার্ক সোনার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে ৫০ টাকা। নতুন দাম দাঁড়িয়েছে ৫৪,৬৫০ টাকা।

২) এবার আসুন রুপোলি ধাতুর উপরে একটু নজর রাখা যাক।রুপোর দাম প্রতি কেজিতে ৪০০ টাকা বেড়েছে ফলস্বরূপ নতুন দাম দাঁড়িয়েছে,৬৪,৬০০ টাকা। এদিন প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ ৬৪,৭০০ টাকা রয়েছে।

Back to top button