সোনার দামে আবারও বিশাল পরিবর্তন, রেকর্ড দরের চেয়ে সস্তা ২,৬৫০ টাকা

নিজস্ব প্রতিবেদন: বিয়ের সিজন কখনো সোনার গয়না ছাড়া সম্পূর্ণ হতে পারে না। মূল্যবৃদ্ধির বাজারেও সাধারণ মধ্যবিত্ত মানুষ চেষ্টা করেন বিয়েতে সোনার ছোয়া রাখার। এই অবস্থায় দাঁড়িয়ে যেভাবে দিন প্রতিদিন হলুদ ধাতুর দাম ঊর্ধ্বমুখী হয়ে চলেছে তাতে অবস্থা অনেকটাই খারাপ।। কেনাবেচার কথা ভেবে বেশ চিন্তায় পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরাও।

নিজের ছেলে অথবা মেয়ের বিয়ের জন্য বেশিরভাগ ক্ষেত্রে অনেক আগে থেকেই সেই সোনা জমা করা হয়। তবে উপহার হিসেবেও সোনা কেনার প্রয়োজনীয়তা থাকে। সুতরাং এই ধাতুর চাহিদা সম্পর্কে আপনাদের আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। গহনা বানাতে বা কিনতে যাওয়ার আগে আপনাদের অবশ্যই দৈনন্দিন দরের প্রতি নজর রাখা উচিত। চলুন আর সময় নষ্ট না করে তাহলে দেখে নেওয়া যাক সাম্প্রতিক সোনার দর।

১) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে শনিবার অর্থাৎ ২৫ শে ফেব্রুয়ারি ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ৫৬,৬৫০ টাকা ছিল। সোনার দাম এ দিন কমেছিল ২০০ টাকা।

অন্যদিকে কলকাতায় শনিবার সকাল ৭টায় ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৫৩,৭৫০ টাকা দাঁড়িয়েছিল, যা রেকর্ড দামের (৫৬,৪০০) থেকে ২,৬৫০ টাকা কম। এদিন হলমার্ক সোনার দামও কমে গিয়েছে।২২ ক্যারাট হলমার্ক সোনার সকাল ৭টায় ১০ গ্রামের দাম ৫৪,৫৫০ টাকা।

২) হলুদ ধাতুর সঙ্গে পাল্লা দিয়ে দিন রুপোর দামেও এসেছে ব্যাপক পরিবর্তন। বিগত দিনের তুলনায় এদিন হ্রাস পেয়েছে রুপোলী ধাতুর দাম।প্রতি কেজি রুপোর বাটের দাম ৮৫০ টাকা কমে ৬৪,৮৫০ টাকাতে দাঁড়িয়েছে।প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ ৮৫০ টাকা কমে ৬৪,৯৫০ টাকা হয়েছে।

Back to top button