সোনার দামে আসলো বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে সস্তা ৩,৪০০ টাকা









নিজস্ব প্রতিবেদন: সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে বিগত বেশ কিছু সময় ধরেই সোনা কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে এসেছে। যেভাবে দিন প্রতিদিন সোনার গয়নার দাম বেড়ে চলেছে তাতে আর কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। বিয়ের সিজনে হলুদ ধাতুর এই মূল্য বৃদ্ধি দেখে বেশ চিন্তায় পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরাও।
এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে প্রতিদিনের সোনার বাজার দর দেখে তবেই গয়না কেনার কথা ভাবনা চিন্তা করতে হচ্ছে। যদি আপনাদেরও সম্প্রতি গহনা কেনার বা তৈরি করার প্রয়োজন হয়ে থাকে তাহলে এই প্রতিবেদনটা মিস করবেন না। এতে প্রতিদিনকার মতন আজও সোনার সাম্প্রতিক বাজারদর নিয়ে আমরা আলোচনা করব।




১)১০ই মার্চ অর্থাৎ শুক্রবার কলকাতা শহরে সকাল ৭টা অনুযায়ী ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৫,৮৫০ টাকা। এদিন সোনার দাম কমেছে ৯০০ টাকা। পাশাপাশি এই শুক্রবারেই ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৫৩,০০০ টাকা হয়েছে, যা রেকর্ড দামের (৫৬,৪০০) থেকে ৩,৪০০ টাকা কম। এদিন হলমার্ক সোনার দামও কিন্তু অনেকটা কমেছে।৮৫০ টাকা দাম কমে শুক্রবার ২২ ক্যারাট হলমার্ক সোনার সকাল ৭টায় ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫৩,৮০০ টাকা।
২) সোনার সঙ্গে পাল্লা দিয়ে রুপোলি ধাতুর দামেও কিন্তু মাঝেসাজেই ব্যাপক পরিবর্তন চলে আসতে থাকে। বৃহস্পতিবার এর তুলনায় শুক্রবার রুপোর দাম কমেছে ২৬৫০ টাকা। এদিন প্রতি কেজি রুপোর বাটের দাম ৬১,৯৫০ টাকা এবং প্রতি কেজি খুচরো রুপোর দাম ৬২,০৫০ টাকা রয়েছে।











