সোনার দামে আসলো বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে সস্তা ৩,০০০ টাকা

নিজস্ব প্রতিবেদন: বিয়ের সিজন হোক বা বছরের অন্যান্য যেকোনো সময় সোনার গয়নার চাহিদা থাকে সবথেকে বেশি। সোনার গয়না ছাড়া কখনোই কিন্তু সাধারণ মানুষ অন্য কোন বিকল্প ধাতুর কথা ভাবতে পারেনা। তবে যেভাবে বিগত দিনগুলোতে মূল্যবৃদ্ধি হয়ে চলেছে তাতে সাধারণ মানুষের একেবারে নাজেহাল অবস্থা। এমনকি গয়না কিনতে গেলেও দৈনন্দিন দরের উপর নজর রেখে তবেই এগোতে হচ্ছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করে ফেলব সোনার সাম্প্রতিক বাজার দর সম্পর্কে। চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক।

১) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে সকাল সাতটা অনুযায়ী শনিবার অর্থাৎ ১১ই মার্চ ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছিল ৫৬,৩০০ টাকায়। শুক্রবারের তুলনায় এদিন ৪৫০ টাকা দাম বেড়েছে। পাশাপাশি, ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৫৩,৪০০ টাকা হয়েছে, যা রেকর্ড দামের (৫৬,৪০০) থেকে ৩,০০০ টাকা কম। শনিবার হলমার্ক সোনার দামও কিন্তু ৪০০ টাকা বেড়েছে।২২ ক্যারাট হলমার্ক সোনার সকাল ৭টায় ১০ গ্রামের দাম‌ শনিবার ৫৪,২০০ টাকা।

২) এবার আসা যাক রুপোর দামের কথায়। শনিবার কিন্তু রুপোর দাম অপরিবর্তিত রয়েছে।প্রতি কেজি রুপোর বাটের দাম এদিন ছিল ৬১,৯৫০ টাকা।প্রতি কেজি খুচরো রুপোর দাম ৬২,০৫০ টাকা।

Back to top button