সোনার দামে আসলো বড়সড় পরিবর্তন,রেকর্ড দরের চেয়ে সস্তা ৩,০০০ টাকা

নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে কমবেশি প্রায় সময় কিন্তু সোনার দামের উত্থানপতন ঘটতেই থাকে। তবে বিগত বেশ কিছু সময় ধরে ক্রমাগত সোনার দাম কিন্তু উপরের দিকেই যাচ্ছে। যেহেতু বিয়ের সিজন চলছে তাই এই কারণে বেশ চিন্তায় রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। মূল্যবৃদ্ধির কারণে যদি সোনার দাম যদি সাধারণ মানুষের কাছে কমে যায় অথবা এটা ধরাছোঁয়ার বাইরে চলে যায় তাহলে কি অবস্থা হবে ভাবুন তো! আসুন এবার এক ঝলকে কলকাতায় সাম্প্রতিক সোনার বাজার দর একটু জেনে নেওয়া যাক।

১) সোমবার অর্থাৎ ১৩ই মার্চ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬,৩০০ টাকা। এদিন কোনরকম দামের পরিবর্তন হয়নি। অন্যদিকে সোমবার ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৫৩,৪০০ টাকা হয়েছে, যা রেকর্ড দামের (৫৬,৪০০) থেকে ৩,০০০ টাকা কম। এদিন হলমার্ক সোনার দামেও আসেনি কোন বিশেষ পরিবর্তন।২২ ক্যারাট হলমার্ক সোনার সকাল ৭টায় ১০ গ্রামের দাম‌ সোমবার ছিল ৫৪,২০০ টাকা।

২) এবার আসুন রুপোলি ধাতুর দামের উপরে এক ঝলক নজর রাখা যাক। সোনার সঙ্গে পাল্লা দিয়ে রুপোর দামেও কিন্তু পরিবর্তন আসতেই থাকে। প্রসঙ্গত সোমবার রুপোর দামে কোনো রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এদিন প্রতি কেজি রুপোর বাটের দাম ৬১,৯৫০ টাকা রয়েছে। পাশাপাশি প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ সোমবার ছিল ৬২,০৫০ টাকা।

Back to top button