সোনার দামে আসলো বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের চেয়ে সস্তা হল ১,৯০০ টাকা

নিজস্ব প্রতিবেদন: মানুষের কাছে সোনার গয়না হলো এমন একটি চাহিদা সম্পন্ন জিনিস যেটা ছাড়া কখনোই কিন্তু কোন শুভকার্য হয় না। বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোন অনুষ্ঠান সব জায়গাতেই কিন্তু সাজগোজ থেকে শুরু করে উপহার দেওয়া সব ক্ষেত্রেই রয়েছে সোনার ব্যবহার। বহু মানুষের আবেগ আর ভালোবাসার সাথেও জড়িয়ে রয়েছে এই ধাতু।

তবে এখন যেভাবে দিন প্রতিদিন এটির মূল্য বৃদ্ধি হয়ে চলেছে তাতে সোনা কিনতে যাওয়ার আগে কিন্তু দৈনন্দিন দর যাচাই না করলে চলবেই না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি সাম্প্রতিক সোনার দর সম্পর্কিত বিশেষ তথ্য। যারা সম্প্রতি গয়নাগাটি কেনার কথা ভাবনা চিন্তা করছেন অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে নেবেন।।

১) মঙ্গলবার অর্থাৎ ১৪ ই মার্চ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে সকাল ৭টা অনুযায়ী ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৭,৪৫০ টাকা। এদিন এই সোনার দাম বেড়েছে ১১৫০ টাকা। অন্যদিকে কলকাতায় মঙ্গলবার সকাল ৭টায় ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৫৪,৫০০ টাকা হয়েছে, যা রেকর্ড দামের (৫৬,৪০০) থেকে ১,৯০০ টাকা কম। এদিন হলমার্ক সোনার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে।২২ ক্যারাট হলমার্ক সোনার সকাল ৭টায় ১০ গ্রামের দাম‌ মঙ্গলবারে দাঁড়িয়েছিল ৫৫,৩০০ টাকায়।

২)আসুন এবার এক ঝলক রুপোর দাম এর উপরেও নজর রাখা যাক। সোনার পাশাপাশি এদিন-রুপোলি ধাতুর দামও বেড়েছে অনেকটাই। মঙ্গলবার প্রতি কেজি রুপোর বাটের দাম ৬৩,৯০০ টাকা রয়েছে। রুপোর দাম প্রতি কেজিতে ১৯৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ এদিন ৬৪,০০০ টাকা।

Back to top button