লেবু গাছে মাত্র ১ চামচ প্রয়োগ করুন এই জিনিস, ১২ মাস ফলন হবে বাম্পার, ফুলে ফলে ভরে যাবে গাছ









নিজস্ব প্রতিবেদন: কমবেশি প্রায় প্রত্যেক গৃহস্থ্য বাড়িতেই কিন্তু লেবু গাছ রয়েছে।বাচ্চা থেকে বড় সকলেই লেবু খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই লেবু গাছের একটি বিশেষ পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি।
যদি আপনিও বাড়িতে লেবু গাছের চাষ করতে চান অথবা আপনার বাড়িতে লেবু গাছ থেকে থাকে তাহলে ভুল করেও প্রতিবেদনটা মিস করবেন না। লক্ষ্য করে দেখবেন অনেক ক্ষেত্রেই লেবু গাছে ভালোভাবে ফুল আসে না বা ফলন ধরেনা। এই সমস্যার একটা বিশেষ সমাধান পেয়ে যাবেন আমাদের আজকের প্রতিবেদনে।




আজ যে পরিচর্যা পদ্ধতির কথা বলব তাতে প্রাপ্ত বয়স্ক লেবু গাছ থেকে প্রত্যেকটি ডালের আগা কাঁচি দিয়ে কেটে ফেলে দিতে হবে। গাছের ডালগুলি ছেঁটে দিলে বৃদ্ধির দিকে গাছের নজর কম যাবে ফলে সহজেই ফুল আসবে। এরপর গাছের গোড়ার মাটির অংশ একটু খুড়ে আলগা করে নিতে হবে। তারপর এই অংশে কিছুটা পরিমাণ কম্পোস্ট সার মিশিয়ে দিন।
কম্পোস্ট সার হিসেবে গোবর সার অথবা পাতা পচা সার ব্যবহার করতে পারেন। এছাড়াও যে উপকরণটা আপনাকে লেবু গাছে বিশেষভাবে প্রয়োগ করতে হবে সেটা হলো এপসন সল্ট। যে কোনো সারের দোকানে এটি পাওয়া যাবে। লেবু গাছের যাবতীয় সমস্যা যেমন পাতা কুঁকড়ে যাওয়া, ফুল ফল ঝরে যাওয়া, গাছে ফুল না ধরা ইত্যাদি দূর করতে এই এপসন সল্টের প্রয়োজন পড়ে।




লেবু ছাড়াও অনেক গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা এটি প্রয়োগ করতে পারেন।গাছের গোড়া থেকে প্রায় এক ফুট দূরত্বে চারিদিকে গোল করে এপসন সল্ট ছড়িয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু এর উপরে একটা মাটির লেয়ার দিয়ে দিতে ভুলবেন না। আপনারা চাইলে জলের সাথে মিশিয়েও কিন্তু এটাকে প্রয়োগ করতে পারেন।
এক লিটার জলে এক চামচ এপসন সল্ট মিশিয়ে ১৫ দিন অন্তর কোনো স্প্রে বোতলের সাহায্যে গাছের প্রত্যেকটি পাতা এবং ডালেও স্প্রে করা যেতে পারে। পোকামাকড়ের উপদ্রব ছাড়াও সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই ওষুধের সাহায্যেই হয়ে যাবে। ব্যাস যদি আপনারা এভাবে লেবু গাছের পরিচর্যা করতে পারেন তাহলে আর অন্য কোন উপকরণের প্রয়োজন হবে না। কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন বাম্পার ফলন।











