আচমকাই বিশাল বড় পতন সোনার দামে,রেকর্ড দরের চেয়ে সস্তা ২,১৫০ টাকা

নিজস্ব প্রতিবেদন: বিয়ের মরশুমে সাধারণ জনগণের জন্য আবারো নিয়ে চলে এসেছি সুখবর। প্রায় বহুদিন পর হলুদ ধাতুর দাম আবারও নিম্নমুখী হয়েছে সম্প্রতি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য এর থেকে আর বড় খবর হতেই পারে না। যেহেতু বিয়ের সিজন চলছে তাই বহু মানুষ কিন্তু গহনার দোকানে ভিড় জমিয়েছেন সোনার তৈরি বিভিন্ন জিনিস কেনাকাটা করার জন্য।

বিগত কয়েকদিনে যেভাবে জিনিসের দাম মাথা ছাড়া দিয়ে উঠেছিল তাতে সাধারণ মানুষের একেবারে নাভিশ্বাস অবস্থা হয়ে গিয়েছিল। আজকের এই সুখবর নিঃসন্দেহে তাদের চিন্তাতেও কিছুটা রেহাই দিয়েছে। তাহলে আর সময় নষ্ট না করে সাম্প্রতিক সোনার বাজার দর জেনে নেওয়া যাক।

১) গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৭,২০০ টাকা। বুধবারের তুলনায় এই দাম কমেছে ৬০০ টাকা। অন্যদিকে কলকাতায় বৃহস্পতিবার সকাল ৭টায় ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৪,২৫০ টাকা।

এটি রেকর্ড দাম অর্থাৎ ৫৬,৪০০ টাকা থেকে ২১৫০ টাকা কম। এবার আসা যাক ২২ ক্যারাট হলমার্ক সোনার কথায়। এদিন সকাল ৭টায় ১০ গ্রামের দাম‌ ছিল ৫৫,০৫০ টাকা। বিগত দিনের তুলনায় হলমার্ক সোনার দাম কমেছে ৬৫০ টাকা।

২) সোনার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে এদিন রুপোলি ধাতুর দামও। আজকাল অনেকেই কিন্তু গয়না তৈরিতে রুপোকেও বেশ প্রাধান্য দিয়ে থাকেন ‌। সেই জায়গায় দাঁড়িয়ে এদিন প্রতি কেজি রুপোর বাটের দাম ৭০০ টাকা কমে ৬৫,৭৫০ টাকা হয়েছে। পাশাপাশি প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ আজ ৬৫,৮৫০ টাকা।

Back to top button