রাজ্যের এই সমস্ত জায়গায় চলছে শপিংমলে প্রচুর সংখ্যক নিয়োগ, না দেখলে পস্তাবেন পরে









নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু মানুষ কিন্তু একটা ভালো কাজের খোঁজে রয়েছেন। যদিও বেশিরভাগ ক্ষেত্রে কাজের কোনো রকমের খবর নেই বললেই চলে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি রাজ্যের বিভিন্ন শপিং মলের নিয়োগের বিজ্ঞপ্তি। সম্প্রতি কিছু সময় আগেই M BAZAR শপিং মলের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা যারা আগ্রহী রয়েছেন আমাদের প্রতিবেদনটি পড়ার পর দ্রুত আবেদন করে ফেলতে পারেন।




এখানে মোট শূন্য পদ রয়েছে ৫০ টি, যাতে ছেলেমেয়ে নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন। যদি আপনাদের বয়সসীমা ২০ থেকে ৪০ বছরের মধ্যে হয় তবেই কিন্তু আপনি প্রার্থী হিসেবে গ্রহণযোগ্য হবেন। এখানে আপনাকে স্টোর কিপার এবং সেলসম্যানের কাজ করতে হবে। ডিউটি টাইম থাকছে আট ঘন্টা ।বেতন আপনারা পেয়ে যাবেন ১৩ হাজার টাকা। সঙ্গে ই এস আই এবং পিএফের সুবিধাও থাকছে।
এখানে কাজের লোকেশন থাকছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ধুলাগড়, শ্রীরামপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা। যারা আবেদন করতে চান তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন কারন শূন্য পদের সংখ্যা ভীষণ কম। যদি আপনারা এখানে আবেদন করতে চান সে ক্ষেত্রে ডকুমেন্ট হিসেবে সঙ্গে রাখতে হবে আধার কার্ড, ভোটার কার্ড এবং দুই কপি পাসপোর্ট সাইজের ফটো। আবেদন করার জন্য আপনারা সরাসরি নিচের দেওয়া নম্বরে ফোন করে কোম্পানির HR এর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন।
Contact : 8945082150











