কোটিতে ১ জন করে এই ব্যবসা! খুবই অল্প পুঁজিতে শুরু করুন এই গোপন ব্যবসা, লাভ হবে ধারণার বাইরে









নিজস্ব প্রতিবেদন: লকডাউন পরিস্থিতির পর থেকেই আমাদের দেশে বহু সংখ্যক মানুষ বেকার হয়ে পড়েছেন। এখন হয়তো আর পরিস্থিতি আগের মতন নেই তবে কাজ হারানোর পর,অনেকেই কিন্তু আর নিজেদের কাজ ফেরত পাননি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বহু মানুষ কিন্তু অর্থ উপার্জনের একটি বিকল্প পথ হিসেবে ব্যবসা শুরু করার কথা চিন্তাভাবনা করছেন। বিকল্প পথ বলতে আমাদের মাথায় সবার প্রথমেই আসে ব্যবসার কথা।
ব্যবসা শুরু করার কিছু ধাপ রয়েছে যেগুলো অতিক্রম না করলে কিন্তু আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারবেন না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সমস্ত কিছু সহ একটা দারুন ব্যবসার আইডিয়া পাঠক বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে নিতে চলেছি। যারা সম্প্রতি ব্যবসা শুরু করার কথা চিন্তা-ভাবনা করছেন নিশ্চিন্তে আমাদের প্রতিবেদন টি মনোযোগ সহকারে একেবারে শেষ পর্যন্ত পড়ে নিন।




কিসের ব্যবসার কথা বলা হচ্ছে?
আজকের এই প্রতিবেদনে আমরা ক্যাটেল ফিড প্রস্তুতির ব্যবসার কথা আপনাদের বলব। এই ব্যবসার মাধ্যমে আপনারা হাঁস-মুরগি থেকে শুরু করে সমস্ত রকমের গবাদি পশুর খাবার সহজেই তৈরি করতে পারবেন। ভারতের মত দেশে এই প্রোডাক্টটির কতটা চাহিদা রয়েছে তা আপনারা কম বেশি সকলেই জানেন।




আপনারা এই ব্যবসা কিন্তু ব্যক্তিগত পোল্ট্রি বা ফার্মে করতে পারেন আবার বাইরে প্যাকেজিং এর মাধ্যমে পাঠিয়েও লাভবান হতে পারেন।। চেষ্টা করবেন যদি হাতে ভালো মূলধন থাকে তাহলে ক্যাটেল ফিড প্রস্তুতির পাশাপাশি একটা পোল্টি ফার্ম খুলে নেওয়ার।
এই ব্যবসাটি খুবই কম মূলধনে আপনারা শুরু করতে পারবেন। তবে একটা বিস্তৃত জায়গার আপনার প্রয়োজন হবে যেখানে আপনি ফ্যাক্টরি তৈরি করতে পারবেন। ক্যাটেল ফিড প্রস্তুতির জন্য মেশিন রয়েছে যার সাহায্যে আপনারা ঘণ্টায় প্রায় কয়েক কেজি পর্যন্ত পণ্য তৈরি করে সেটা বাজারে বিক্রি করতে পারবেন।।




যদি আপনার বাড়ি মফস্বলের দিকে বা একটু গ্রামের দিকে হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই। এই ব্যবসা যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন নিঃসন্দেহে
ক্যাটেল ফিড প্রস্তুতির জন্য যে মেশিনটার প্রয়োজন হয়ে থাকে তার দাম কিন্তু খুব একটা বেশি নয়। খাবারগুলো প্রস্তুত করার জন্য খুবই সাধারণ উপকরণ ব্যবহার করা হয় যা লোকাল মার্কেট থেকেই কম দামে কিনে নিতে পারবেন। যদি এই ব্যবসার আইডিয়াটি আপনাদের ভালো লেগে থাকে এবং এটাকে আপনারা কাজে লাগাতে চান, তাহলে আর দেরি না করে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে আজই শুরু করে দিন এই ব্যবসা।
Factory Name – Royal business industries.
4th lane anandalok, bablatala, Gopalpur, Rajarhat, Kolkata
West Bengal -700136
Landmark – BSNL telephone exchange/allahabad bank.
Contact – 8697388832/9073697209











