








নিজস্ব প্রতিবেদন :-সারাদিনের কর্মব্যস্ততার ফলে ত্বকের মধ্যে যাবতীয় নোংরা জমতে শুরু করে । এবং প্রতিনিয়ত যদি এই নোংরা আর পরিমাণ বাড়তে থাকে তাহলে তাকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যেমন রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া উজ্জলতা হারিয়ে যাওয়া বা ব্রণ ওর মতন সমস্যা দেখা যায় । এই সমস্যাগুলো দূর করার জন্য অতি অবশ্যই আপনাকে রাত্রেবেলা ত্বকের চর্চা করা জরুরি ।




কিভাবে করবেন কি কি ব্যবহার করবেন সে বিষয়ে একটু পদ্ধতি আপনাদের সঙ্গে আজকে তুলে ধরব ।প্রথমত ত্বকের মৃত কোষ গু-লি কে বের করে আনার জন্য এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য স্ক্রাবার এর প্রয়োজন পড়ে । প্রাকৃতিক উপায়ে কোন স্ক্রাবার এখনো পর্যন্ত তৈরি না হলেও বাড়িতে কিন্তু দুই থেকে তিনটি উপকরণ মিশিয়ে আপনি প্রাকৃতিক ভাবে এটি তৈরি করতে পারেন ।




এর জন্য আপনাকে নিতে হবে বেকিং সোডা ও লেবুর রস ।একটি পরিষ্কার বাটিতে বেকিং সোডা নিন । এরপর লেবুর টুকরোতে বেকিং সোডা লাগিয়ে নিন। সোডা লাগিয়ে লেবুর টুকরো চেপে রস বের করতে হবে।বেকিং সোডা লাগিয়ে চেপে রস বের করলে এক প্রকার বুদবুদ তৈরি হবে। যতক্ষণ বুদবুদ বের না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন ।




বুদবুদ বের হয়ে এলে লেবুর টুকরো নিয়ে হাত-পায়ের আঙ্গুলের গিরায় গিরায় অর্থাৎ আঙ্গুলের যেখানে কালো দাগ আছে সেখানে ম্যাসাজ করুন ।লেবুর টুকরো নিয়ে ৫ মিনিট পর্যন্ত ম্যাসাজ করে ঠান্ডা পানিতে হাত-পা ধুয়ে ভালোভাবে মুছে নিন ।ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে মুখ পরিষ্কার করতে হবে ।




এবং এটি করার জন্য একটি বাটিতে আপনাকে কাঁচা দুধ নিতে হবে। তার মধ্যে মিশিয়ে দিতে হবে এক চামচ লেবুর রস। তারপর একটি তুলোর বলের সাহায্যে সেটাকে মুখের মধ্যে ভাল করে প্রয়োগ করতে হবে ।কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।











