








নিজস্ব প্রতিবেদন :- ভারতীয় বাজারে অন্যান্য টেলিকম সংস্থাগুলো নিজের অস্তি-ত্বকে টিকিয়ে রাখার জন্য যখন অন্যান্য টেলিকম সংস্থার সাথে সংযুক্ত করন করছে নিজেদেরকে তখন কিন্তু একচে-টিয়া অধিকার স্থাপন করে রেখেছে রিলায়েন্স জিও ।একের পর এক দু-র্ধর্ষ লোভনীয় বেশকিছু অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতে হয় সেটা রিলায়েন্স জিও থেকে হয়তো ভালো কেউ জানে না ।




পুনরায় প্রিপেড ইউজার ছাড়া জিও ফোন ইউজার দের জন্য বেশ কয়েকটি লোভ-নীয় অফার নিয়ে হাজির হলো । যার ফলে আগামী দিনে গ্রাহক সংখ্যা আরও দ্রুত আকৃষ্ট হবে সে ব্যাপারে নতুন করে বলার কোন অপেক্ষা রাখে না । আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কি জিও ফোন ইউজার দের তিনটি বেস্ট অফার সম্পর্কে বলতে এসেছে । প্রথমেই বলা যাক ২২ টাকার অফার সম্পর্কে ।




এই অফারটি বৈধতা হচ্ছে ২৪ দিন এবং সর্বমোট ২ জিবি ডাটা পাওয়া যাবে এই অফারটি গ্রহণ করলে ।তবে এটা শুধুমাত্র জিও ফোন ইউজার দের জন্য বৈধ ।




৫২ টাকার প্ল্যান:- ২২ টাকার ভাউচারের মতো, ৫২ টাকার JioPhone ডেটা প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়েছে। তবে এর মধ্যে ডেটা বাড়ানো হয়েছে। প্ল্যানে গ্রাহকরা মোট ৬ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এই ডেটা ২৮ দিনের মধ্যে যে কোন সময় ব্যবহার করা যাবে। প্ল্যানে কলিং বা এসএমএসের মতো অন্য কোনো সুবিধা নেই।




৭২ টাকার প্ল্যান:– এটি কোম্পানির তৃতীয় সবথেকে সস্তা JioPhone ডেটা প্ল্যান। এই প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়েছে। বিশেষ বিষয় হল এখানে গ্রাহকদের দৈনিক লিমিট অনুযায়ী ডেটা দেওয়া হয়। ৭২ টাকায় ২৮ দিনের জন্য প্রতিদিন ০.৫ জিবি ডেটা দেওয়া হয়। এইভাবে মোট ডেটা ১৪ জিবি। বলে দি যে এই সমস্ত ডেটা প্ল্যান শুধুমাত্র JioPhone-এ কাজ করবে ।















