ফের দাম বাড়লো রান্নার গ্যাসের! এক লাফে 103 টাকা বাড়লো ভর্তুকিহীন সিলিন্ডারের দাম! মাথায় হাত সাধারণ মানুষের!









নিজস্ব প্রতিবেদন:-বিগত কয়েক দিন ধরে যে হারে বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম তাতে রীতিমতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের হেঁসেলে আগুন ধরেছে এমনটা বললে হয়তো খুব একটা ভুল হবেনা ।নভেম্বর মাসের শুরুতেই রান্না গ্যাসের দাম বৃদ্ধি পাবে কিনা সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছিল সাধারণ মানুষেরা। কি করলো প্রস্তুতকারী সংস্থা গুলি জানুন বিস্তারিত ।




সমীক্ষা বলছে যে জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম গৃহস্থলী রান্নার গ্যাসের দাম ১৯০.৫০ টাকা বাড়ানো হয়েছে।জানুয়ারি মাসে রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের মূল্য ছিল ৬৯৪ টাকা। সেই সিলিন্ডারের বর্তমানে মূল্য দাঁড়িয়েছে ৯২৬ টাকা। এই অবস্থায় গ্যাসের ভর্তুকি নিয়ে বড় সরো সিদ্ধান্ত নিলো সরকার।




কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনটা শোনা যাচ্ছে এবার থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার এর উপর ভর্তুকি সম্পূর্ণ রকম ভাবে বন্ধ করে দিতে চলেছে সরকার। যদিও সরকারের তরফ থেকে স্পষ্ট ভাবে কোন বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়নি। কিন্তু সূত্র অনুসারে এমনটা জানা যাচ্ছে যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ভর্তুকির পরিষেবা সম্পূর্ণ রকম ভাবে বন্ধ করে দিতে পারে সরকার।




ফলে হয়তো আগামী দিনে দেশবাসীকে 1 হাজার টাকা দিয়েই এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে হতে পারে।ভর্তুকি বন্ধ করে দেওয়ার ব্যাপারে এখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে মিডিয়া রিপোর্ট অনুসারে এমনটাই জানা যাচ্ছে যে এই ভর্তুকি বন্ধ করে দেওয়ার পিছনে বার্ষিক 10 লক্ষ টাকা আয় এর নিয়ম বলবৎ থাকবে ।




প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি উজালা যোজনা মাধ্যমে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের কে ফ্রিতে এলপিজি গ্যাস সিলিন্ডার কানেকশন প্রদান করেছিলেন।এছাড়াও কেন্দ্রীয় সরকারের কাছে দুটি বিকল্প পথ রয়েছে প্রথমত ভর্তুকি ছাড়া গ্যাস সিলিন্ডার প্রদান করা দ্বিতীয়ত কিছু মানুষ এক্ষেত্রে কম মূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করা।




তবে ১ লা ডিসেম্বর বাড়ানো হলো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ।বাণিজ্যিক রান্নার গ্যাস অর্থাৎ, ভর্তুকিহীন সিলিন্ডারের উপর এক ধাক্কায় ১০৩ টাকা ৫০ পয়সা বাড়ছে দাম। এখন ভর্তুকিহীন রান্নার গ্যাস অর্থাৎ ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে ২ হাজার ১৭৭ টাকা। চিন্তার কোন কারণ নেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এর পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এর কিন্তু কোনো রকম কোনো মূল্য বৃদ্ধি করা হয়নি গৃহস্থলী রান্নার গ্যাসের দাম ৯২৬ টাকা রাখা হয়েছে ।।











