মুম্বাই থেকে বনগাঁর বাড়িতে ফিরতেই সংবর্ধনায় ভরিয়ে দিলেন সকলে! সকলকে গানও গেয়ে শোনালেন ইন্ডিয়ান আইডল খ্যাত অরুনীতা! দারুন ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- কন্ঠ তার পরিচয় । এই কন্ঠ তাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে ।এনে দিয়েছে নাম খ্যাতি যশ থেকে শুরু করে যাবতীয় যা যা দরকার একটা সফল জীবনের সবকিছু এনে দিয়েছে তার সুরেলা কন্ঠ । বাংলার মেয়ে হয়েও বলিউডের মঞ্চ কাঁপিয়ে আসা সহজ ব্যাপার ছিল না । কিন্তু তিনি সে অসাধ্য সাধন করেছেন । তাই তো এই বাংলার মানুষ তাকে অত্যন্ত বেশি ভালোবেসেছে । সাদরে আমন্ত্রণ জানিয়েছেন ।




দীর্ঘ ১০ মাস মুম্বাই থাকার পর অবশেষে বনগাঁর বাড়িতে ফিরেছেন বাংলা এবং বাঙালির গর্ব অরুনিতা কাঞ্জিলাল । পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় জন্ম অরুনিতা-র। তাঁর বাবা অবনী ভূষণ কাঞ্জিলাল পেশায় একজন শিক্ষক। এছাড়া মা শ্রাবণী কাঞ্জিলাল ও দাদা অনীশ কাঞ্জিলালকে নিয়ে তাঁর পরিবার। মাত্র ৮ বছর বয়স থেকে গানে হাতে খড়ি অরুনিতার। তাঁর মায়ের গানের শখ ছিল প্রথম থেকেই।




সেই সূত্রেই শুরু অরুনিতার গান গাওয়া। অরুনিতার মামা হলেন পেশায় একজন সঙ্গীত শিক্ষক। তাঁর কাছেই ছোট থেকে গান শিখতে শুরু করেন অরুনিতা। বনগাঁর কুমুদিনী গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে এখন রীতিমতো তারকা তিনি।২০১৩ সালে বাংলার সবথেকে বড় মিউজিক রিয়েলিটি শো-এ মাত্র ১৩ বছর বয়সে চ্যাম্পিয়ন হয় অরুনিতা। এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।




দেশের অনেক স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের সঙ্গে একই মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি । সম্প্রতি ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি । এবং গোটা বাংলার মুখ উজ্জ্বল করেছেন তিনি এমনটা বলা যেতে পারে । দীর্ঘ ১০ মাসের যাত্রা শেষ করে অবশেষে নিজের বাড়িতে ফিরেছেন অরুনিতা । তাই সং-বর্ধনা ঝ-ড় উঠেছে তার পরিবারের ওপর ।একের পর এক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা থেকে তাঁকে সংবর্ধনা জানানো হচ্ছে।




ঐদিন মহামারীর সমস্ত রকম নিয়ম বিধি মেনেই প্রায় দেড় হাজার দর্শক কে নিয়ে পুরো প্রশাসকের তরফ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ।সেখানে প্রথমে তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে এবং পরবর্তী ক্ষেত্রে একটি সোনার চেন ও একটি তানপুরা দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয় ।বনগাঁর মানুষের বিশ্বাস এমন যে অরুনিতা হচ্ছে এই বাংলার অনুপ্রেরণা । তাকে দেখে আরও হাজার হাজার মানুষ আগামী দিনে গায়ক-গায়িকা হবার স্বপ্ন দেখতে পারবেন অরুণ এই সমস্ত ব্যাপারগুলি নিজেকে জড়িয়ে রাখতে ।























