‘বাচপন কা পেয়ার’ গানে খুদে কন্যার মিষ্টি নাচ ও এক্সপ্রেশন মন কেড়েছে নেট দুনিয়ায় সবার! মুহূর্তে ভাইরাল হল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- বয়স খুব জোর হলে তিন থেকে চার বছর । কিন্তু ইতিমধ্যে তিনি হয়ে উঠেছেন ইনস্টাগ্রাম কুইন। শুধুমাত্র তার অঙ্গভঙ্গির জন্য । সব সময় আমরা ট্রেন্ডিং বিষয়ের উপর কাজকর্ম করতে ভালোবাসি । কারণ এক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পাওয়া যায় । তার পাশাপাশি লাইম লাইটের কেন্দ্রবিন্দুতে আসা সম্ভব হয় । বেশ কিছুদিন আগে রাজস্থানী এক ছোটদের গান ভাইরাল হয়েছিল নেট মাধ্যমে ।




বাচপন কা প্যায়ার নামক এই জনপ্রিয় গানটি নতুন মোড়কে নিয়ে এসেছিল বিখ্যাত গায়ক বাদশা । তারপর থেকেই এই গানের সাথে বহু সেলিব্রিটি কোমর দুলিয়েন । তবে এবার কোমর দোলাতে দেখা গেল এই খুদে কন্যাকে । তাইসা মাইনি নামে তার ইনস্টাগ্রাম একাউন্ট এ রয়েছে লাখ লাখ ফলোয়ার। সাথে প্রত্যেকটি রিল ভিডিওতে আছে হাজার হাজার লাইক ও কমেন্ট। এককথায় নেটিজেনদের মন কেড়ে নিয়েছে এই মিষ্টি মেয়ে।




কিন্তু কেন? তার কারণ হচ্ছে তার হাসিখুশি মিষ্টি এক্সপ্রেশন । বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ইতিমধ্যে তিনি জয় করেছেন প্রায় কয়েক লক্ষ দর্শকদের মন । বয়স খুব বেশি হলে তিন বছর হবে । কিন্তু এই বয়সে সে যেভাবে এক্সপ্রেশন দিয়ে মানুষের মন জয় করেছে তাতে আগামী দিনে আমরা তাকে বড় একটি জায়গা দেখতে পাবো সে ব্যাপারে কোন সন্দেহের অবকাশ নেই । এবার সেই খুদে কন্যাকে দেখা গেল জনপ্রিয় হিন্দি গান ‘বাচপান কা পেয়ার’ এর সাথে কোমর দোলাতে ।




সম্প্রতি বাচপান কা পেয়ার এই গানটিতে মজার ভঙ্গিমায় কোমর দোলাতে দেখা গেল এক মিষ্টি খুদে কন্যাকে। রিল ভিডিওটিতে তাকে দেখা যাচ্ছে এক বাদামী রঙের ফ্রক পড়ে মিষ্টি এক্সপ্রেশন দিতে। তবে এই প্রথমবার নয় এর আগেও বহু রিল ভাইরাল হয়েছে এই ক্ষুদে কন্যার।সম্প্রতি ভাইরাল হওয়া এই ক্ষুদে কন্যার ভিডিও উপভোগ করেছেন প্রত্যেকেই ।
— Bengal News Media (@media_bengal) August 25, 2021











