হবহু মানুষের মতো গান গেয়ে ও অঙ্গ-ভঙ্গি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই শালিক, ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- আগেকার যুগে অর্থাৎ বহু বছর আগে বিভিন্ন প-শু পাখি জ-ন্তু জা-নোয়ারদের কে বাড়িতে পুষে রাখার একটা প্রচলন দেখা যেত গ্রামগঞ্জে । যত সময় যাচ্ছে ততই কমে আসছে এই প্রবণতা । তবুও মাঝে মধ্যে গ্রামের কোন কোন বাড়িতে বন্য পশু পাখি ইত্যাদি দেরকে পুষে রাখার প্রবণতা দেখা যায় । দীর্ঘদিন ধরে পরিবারে থাকার ফলে তারা পরিবারের একটা অংশ হয়ে ওঠে ।




তার পাশাপাশি সেই সমস্ত পাখি গু-লি মানুষের মতন আদব-কায়দা শিখায় যেতে পারে ।এর আগে শালিক পাখিকে কথা বলতে দেখেছে গ্রামের বহু মানুষ তবে এবার চাক্ষুষ দেখা গেল এই ভিডিওর মাধ্যমে। সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখানো হয়েছে এটি গ্রামের দৃশ্য এবং সেখানে একটি বাড়ি একটি খাঁচার মধ্যে বন্দী রয়েছে একটি শালিক পাখি । আমরা জানি যে ভারতবর্ষে এবং বাংলাদেশের শালিক পাখি টিয়া পাখির জনপ্রিয়তা অনেক বেশি ।




তার পাশাপাশি প্রতিদিনই বেড়ে চলেছে এদের চাহিদা । কিন্তু এমনটা মনে করা হয় যে পাখিকে কখনো খাঁ-চার মধ্যে ব-ন্দী করে রাখা উচিত নয় । কারণ কথাটি আছে ‘বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃকোলে’ অর্থাৎ পাখির জায়গা ঘুরে বেড়ানো সেখানে তাদেরকে ছেড়ে দেয়া উচিত। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে খাঁচায় বন্দী থাকা সে শালিক পাখি টি অবিকল মানুষের মতন কথা বলছে ।




যিনি ভিডিও করছেন তিনি যদি কোন শব্দ করছেন তাহলে সেই শব্দকে অবিকল অনুকরণ করে শালিক পাখি কথা বলার চেষ্টা করছে । তার পাশাপাশি সেই পাখিটাকে বাইরে ছেড়ে দেওয়া হলেও সে ঘুরে ফিরে আবার বাড়িতে ফিরে আসছে । অবাক করার মতো সেই রোমাঞ্চকর মুহূর্তটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে ব্যাপক পরিমাণে। এসেছে প্রচুর মন্তব্য । তার পাশাপাশি এই ধরনের দৃশ্য দেখতে পেয়ে অনেকে আপ্লুত । সেটা আপনারা কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবেন।











