







নিজস্ব প্রতিবেদন :- মৌসুমী নিম্নচাপ সরে আসার জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্পের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে । এবং যার ফলে নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে চলেছে । এবং এই জলীয়বাষ্পের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর । সেইসূত্রে নবান্ন থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা । আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব সতর্কবার্তা গু-লি কোন কোন জেলার জন্য প্রযোজ্য রয়েছে ।




এইবারের ১৫ আগস্ট বৃষ্টিময় থাকতে পারে কারণ ১০ তারিখ থেকে ১৫ আগস্ট অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত পরিমাণে ব-জ্র বি-দ্যুৎসহ বৃষ্টি পথের কথা জানালেও । তারা এর পাশাপাশি উত্তরবঙ্গের অঞ্চলগু-লিতে জা-রি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা । কারণ যেকোন মুহুর্তে পাহাড়ি ধ্ব-স না-মতে পারে । নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে যেতে পারে । কারণ জলস্তর বেড়ে যাবে অনেকটাই ।




আগামী ১০ তারিখ থেকে ১৩ তারিখ অব্দি জলপাইগুড়িতে বৃষ্টিপাতের কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তর দিনাজপুর জেলাতে ১১ থেকে ১৫ই আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ১০ই অগাস্ট কোচবিহার ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা এবং জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে হলুদ সতর্কতা জারি করা হল। ১১ই অগাষ্ট আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে কমলা সতর্কতা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ,




বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হল। ১২ই অগাস্ট কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায় কমলা সতর্কতা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হল। ১৩ থেকে ১৫ই অগাস্ট কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং জেলায় কমলা সতর্কতা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সহ হিমালয় পাদদেশীয় অঞ্চলে হলুদ সতর্কতা জা-রি করা হল।











