সকালবেলায় অসাধারন রবীন্দ্রসঙ্গীত গেয়ে সকলকে মুগ্ধ করলেন অরুনীতা! দারুন ভাইরাল হল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- প্রতিনিয়ত বেড়েই চলেছে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে জ-ল্পনা এবং স-মা-লোচনা । বাংলা মেয়ে শুধুমাত্র তার সুরেলা কন্ঠে দিয়ে কাপাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রি রিয়েলিটি শোয়ের মঞ্চ । ইতিমধ্যে আপনার আন্দাজ করতে বেরিয়ে গেছেন নিশ্চয়ই যে আমি অরুনিতা কাঞ্জিলাল কথা বলতে চলেছি । কিন্তু কে এই অরুনিতা? কী তাঁর পরিচয়? আসুন জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় জন্ম অরুনিতা-র।




তাঁর বাবা অবনী ভূষণ কাঞ্জিলাল পেশায় একজন শিক্ষক। এছাড়া মা শ্রাবণী কাঞ্জিলাল ও দাদা অনীশ কাঞ্জিলালকে নিয়ে তাঁর পরিবার। মাত্র ৮ বছর বয়স থেকে গানে হাতে খড়ি অরুনিতার। তাঁর মায়ের গানের শখ ছিল প্রথম থেকেই। সেই সূত্রেই শুরু অরুনিতার গান গাওয়া। অরুনিতার মামা হলেন পেশায় একজন সঙ্গীত শিক্ষক। তাঁর কাছেই ছোট থেকে গান শিখতে শুরু করেন অরুনিতা।




বনগাঁর কুমুদিনী গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে এখন রীতিমতো তারকা তিনি। ২০১৩ সালে বাংলার সবথেকে বড় মিউজিক রিয়েলিটি শো-এ মাত্র ১৩ বছর বয়সে চ্যাম্পিয়ন হয় অরুনিতা। এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। দেশের অনেক স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের সঙ্গে একই মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি । সম্প্রতি ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি ।




এবং গোটা বাংলার মুখ উজ্জ্বল করেছেন তিনি এমনটা বলা যেতে পারে । তবে তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। ইতিমধ্যে স্যার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার চার লক্ষ। বেশ কিছুদিন আগে সেই ইউটিউব চ্যানেল একটি গান প্রকাশিত করা হয়েছিল । যেখানে অরুনিতা কে গান গাইতে দেখা গেছে । এক বছর আগে তিনি একটি গান প্রকাশিত করেছিলেন তার ইউটিউব চ্যানেলে তার নাম ‘পথ-হারা তুমি’ । এই গানটিতে দর্শক সংখ্যা প্রায় আট লাখ এর কাছাকাছি ।অনেক মানুষ থাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন যাতে আগামী দিনে তিনি বড় শিল্পী হতে পারেন ।











