








নিজস্ব প্রতিবেদন :- প্রতিনিয়ত নতুন নতুন ভাবনা চিন্তার উদ্ভাবন ঘটছে আমাদের মধ্যে । এবং সে ভাবনা চিন্তার দরুন আমরা সমাজে এগিয়ে যাচ্ছি একথা অস্বীকার করার কোনো উপায় নেই । আগেকার যুগে যে পদ্ধতি অবলম্বন করে মাছ ধরা হতো এখনকার যুগে কিন্তু সেই পদ্ধতি সম্পূর্ণ রকম ভাবে বাতিল করা হয়েছে । জারি করা হয়েছে নিত্য নতুন পদ্ধতি এবং সেই পদ্ধতি গুলো আগের তুলনায় অনেক সহজলভ্য




এবং অল্প সময়ে সঠিকভাবে নিশ্চিত ভাবে মাছধরা যায় এবার সুচিত্রা এই ভিডিওর মাধ্যমে। যেহেতু পশ্চিমবঙ্গে অধিকাংশ বাঙ্গালীদের বসবাস তার পাশাপাশি বাঙালিতা মাছ প্রিয় হয় তাই পশ্চিমবঙ্গে বাজারে মাছের চাহিদা সব সময় তুঙ্গে থাকে । শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় তার পাশাপাশি ভারতবর্ষে বাংলাদেশ কিন্তু মাছের চাহিদা রয়েছে ব্যাপক পরিমাণে । এমনকি বিদেশেও রপ্তানি হয় বিভিন্ন ধরনের ভারতীয় মাছ ।




তবে আপনি যদি গ্রামে কোন দিন গিয়ে থাকেন তাহলে দেখবেন যে সেখানে বেশ কিছু পদ্ধতি রয়েছে এই মাছ ধরার ।সম্প্রতি তাদের মধ্যে একটি পদ্ধতি ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে যা অবাক করেছে সাধারণ মানুষকে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে । সেখানে দেখা যাচ্ছে যে নৌকাতে করে মাছ ধরার এক অভিনব পদ্ধতি । ভিডিওতে দেখা যাচ্ছে যে নৌকা করে বেশকিছু মাঝি নদীর বুকে রওনা দিয়েছে এবং তাদের হাতে রয়েছে একটি লম্বা লাঠি ।




সেই লাঠির অগ্রভাগে রয়েছে ধারালো লোহার কিছু অংশ । যেগুলো দিয়ে তারা মাছ শিকার করেন । ভিডিও দেখা যাচ্ছে যে নদীর মাঝখানে যখনই তারা কোন মাছের দেখা যাচ্ছে তখনই সেই লাঠি ছুড়ে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে । এবং সেই লাঠির অগ্রভাগে আটকা পড়ে যাচ্ছে একের অধিক মাছ । এই পদ্ধতি অবলম্বন করে তারা খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো মাছ ধরতে সক্ষম হয়েছে । ইতিমধ্যে মাছ ধরার এই ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে । দেখে ফেলেছ অনেকে । এসেছে অনেক মন্তব্য ।











