







নিজস্ব প্রতিবেদন :- আমরা জানি যে এবারে দুয়ারের সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৬ আগস্ট থেকে এবং এই কেন চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত । তার পাশাপাশি এই দুয়ারে সরকার ক্যাম্পে একাধিক প্রকল্প নিযুক্ত করা হয়েছে । এর মাধ্যমে আপনারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড লক্ষী ভান্ডার প্রকল্প খাদ্যসাথী কন্যাশ্রী শিক্ষাশ্রী কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন । এবং সেই সমস্ত বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা জানতে পারবেন । আসুন আমরা জেনে নেব যে কোন কোন প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস লাগবে ।




লক্ষী ভান্ডার প্রকল্প :- এই প্রকল্পের জন্য আপনার আধার কার্ডের জেরক্স লাগবে । লাগবে স্বাস্থ্য সাথী কার্ড এর জেরক্স এবং সেই সমস্ত কাগজে আপনার স্বাক্ষর থাকা বাঞ্ছনীয় দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটো থাকা অতি অবশ্যই দরকার । তার পাশাপাশি আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সে কাস্ট সার্টিফিকেট জেরক্স লাগবে ।




স্টুডেন্ট ক্রেডিট কার্ড :- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে পড়াশোনার জন্য টাকা পয়সার অভাবে যারা পড়াশোনা করতে পারছে না তাদের জন্য চালু করা হয়েছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড ।১০ লক্ষ টাকা সরকারি লোন দেওয়া হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ।




তাই আপনারা যদি চান তাহলে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন ।এর জন্য লাগবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড এবং মার্কসিটের জেরক্স । ঠিকানার প্রমাণ পত্রের জেরক্স। দুই কপি পাসপোর্ট সাইজের ফটো । এবং ব্যাংক একাউন্টের ডিটেলস । এর পাশাপাশি ইমেইল আইডি এবং ফোন নাম্বার থাকা বাধ্যতামূলক ।




শিক্ষাশ্রী :- এর জন্য আপনাকে লাগবে ইনকাম সার্টিফিকেট অর্থাৎ মাসিক পারিবারিক আয় কত তার একটা শংসাপত্র । আপনি যদি অন্য কাষ্টের হয়ে থাকেন তাহলে সেই জাতির শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট এর জেরক্স । দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংকের পাস ডিটেলস আপনাকে প্রদান করতে হবে । এছাড়াও আরো যে সমস্ত প্রকল্প গু-লি রয়েছে সেগুলি সাহায্য পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে ।











