








নিজস্ব প্রতিবেদন :- বিয়ে মানে দুটো আত্মার মিলন । একবার বিয়ে হয়ে গেলে সারা জীবন ধরে সেই মানুষের সাথে থাকতে হবে সময় কাটাতে হবে বরং তা সুখে-দুঃখে পাশে থাকতে হবে দায়িত্ব নিতে হবে । এই ধরনের ভাবনা চিন্তা গুলো ভেবেই কিন্তু মানুষ বিয়ে করে । তার পাশাপাশি বিয়ে অত্যন্ত জরুরী আমাদের এই জীবনে । কারণ আমরা এমনটা জানি যে সংসার ধর্ম হচ্ছে মহা ধর্ম । এই ধর্ম থেকে পালিয়ে যেতে পারে না বা যাওয়া উচিত নয়। তবুও কিছু ধরনের আশা থেকে থাকে পুরুষদের মধ্যে যেগুলি তারা বাসর রাতে চাই ।




স্ত্রীকে লাগবে অপ্সরার মতন :- নিজেকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে আমরা প্রত্যেকেই পছন্দ করি এবং এর জন্য চেষ্টাচরিত্র চলে নানান রকম ভাবে । কিন্তু বিয়ের পর একজন পুরুষ চাই যে তার স্ত্রীকে যেন দেখতে লাগে একদম অপ্সরার মতন । মূলত এটা বাসর রাতে এমনটাই আশা করে থাকে প্রতিটা পুরুষ।




স্ত্রীর জীবনে তিনিই প্রথম পুরুষ :- অধিকাংশ পুরুষ আজও আশা করেন যে স্ত্রী ভা’র্জিন হবে। অর্থাৎ তিনিই হবেন প্রথম পুরুষ যার সাথে স্ত্রী প্রথম শা’রী’রি’ক স’ম্পর্ক করেছে।




একটু লজ্জা, একটু ছলকলা :- লজ্জা নারীর ভূষণ, এই কথাটি ফুলশয্যার রাতেই যেন সবচাইতে বড় সত্য। বিয়ে প্রেমের হোক বা পারিবারিক, প্রত্যেক পুরুষই এই বিশেষ রাতে আশা করে থাকেন যে স্ত্রী একটু লজ্জা পাবেন।একটু প্রেমের ছলকলা খেলবেন, আর তবেই ধরা দেবেন প্রেমের বন্ধনে।




সমৃদ্ধি জীবনের আশা :- বিয়ের পর প্রথম ফুলশয্যার রাতে তারা একে অপরের প্রতি বিশ্বাস গড়ে তোলার কাজ করে এবং এই বিশ্বাস তাদের আগামীর জীবনকে আরো সুন্দর করে ও মসৃণ ভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে । একটা নতুন জীবন শুরু করতে চলেছে তারা তার আগে এই বিশ্বাসটা অত্যন্ত জরুরী । তাই প্রতিটা পুরুষ এমনটা আশা করে থাকে যে তার সঙ্গিনী বা তার জীবন সাথী বিশ্বাসের মর্যাদা দেবে ।











