রাজ্য জেলা পরিষদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পুর্ন বিনামূল্যে অবেদন করুন অনলাইনে এইভাবে!









নিজস্ব প্রতিবেদন :- এবার হুগলি জেলা পরিষদের বোর্ড থেকে জেলা পরিষদে কো-অর্ডিনেটর এর জন্য নিয়োগপত্র জারি করা হলো। আমরা জানি যে এখনকার যুগে বেকার ছেলে মেয়েরা হন্য হয়ে খুঁজছে একটা চাকরি । যদি একটা চাকরি পাওয়া যায় তাহলে জীবনটা কে প্রতিষ্ঠা করা যেতে পারে ।




কিন্তু বর্তমানে যা বাজার তাদের চাকরি নতুনভাবে পাওয়া দিবাস্বপ্নের কাছাকাছি । তবে এই ধরনের চাকরির নিয়োগের খবর সাধারণ বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফোটাবে এমনটা বলা যেতে পারে আসুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে বিস্তারিত তথ্য ।




পদের নাম:- ডিস্ট্রিক কো-অর্ডিনেটর
শূন্যস্থান পদের সংখ্যা :- একটি মাত্র শূন্যস্থানের জন্য জারি করা হয়েছে এই নিয়োগ পত্র ।




শিক্ষাগত যোগ্যতা:- আবেদন প্রার্থীকে যেকোনো ধরনের সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট পাস করতে হবে ।
মাসিক বেতন :- বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীকে মাসিক বেতন দেয়া হবে ২৫ হাজার টাকা করে ।




বয়স:- আবেদনকারীর বয়স অতি অবশ্যই ৪০ বছরের মধ্যে হতে হবে ।
আবেদন পদ্ধতি :- মূলত এটি আবেদন অনলাইনে হবে । হুগলি জেলা পরিষদের জন্য আবেদন করা হয়েছে ।




আবেদনের শেষ তারিখ :- আবেদনের শেষ তারিখ ২৬ সে আগস্ট। তবে এক্ষেত্রে কোনো মূল্য লাগবেনা ।











