








নিজস্ব প্রতিবেদন :- প্রতিনিয়ত যে হারে বেড়ে চলেছে বৃদ্ধাশ্রমের সংখ্যার সেই অবস্থাতেশেষ বয়সে স্বাবলম্বী হওয়া টা ভীষণ জরুরি । আমরা উপার্জন করি যাতে শেষ বয়সে এসে কোন আর্থিক অভাব না দেখা দেয় । কিন্তু উপার্জনের টাকা সঠিকভাবে সঞ্চয় করতে হবে এবং কখনো কখনো এই সমস্ত সঞ্চয় ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে বিভিন্ন পেনশন স্কিম । তেমনই একটি পেনশন স্কিম হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম ।




যেখানে আপনি শেষ বয়সে মোটা অংকের পেতে পারেন আসুন জেনে নেই টেনশন সম্পর্কে বিস্তারিত তথ্য । এই পেনশন স্কিম এর আওতায় বলা হচ্ছে যে ৫৫ থেকে ৬০ বছর পর আপনি চিন্তা মুক্ত ভাবে জীবন যাপন করতে পারবেন । তার জন্য অতি অবশ্যই আপনাকে প্রতিদিন ৫০ টাকা করে অর্থাৎ মাসিক দেড় হাজার টাকা করে জমা দিতে হবে ৬০ বছর পর বা ৫৫ বছর পর আপনি মোটা অংকের রিটার্ন পাবেন এখান থেকে ।




তার জন্য অতি অবশ্যই আপনাকে দীর্ঘ ৩৫ বছর ধরে কিন্তু ইনভেস্ট করতে হবে এ ছাড়া রয়েছে আরও অনেক কিছু তথ্য যা নিম্নরূপ । চাকুরি জীবনের শুরুতেই এই ক্ষেত্রে বিনিয়োগ করা জরুরি। উদাহরণস্বরূপ, কোনও ব্যক্তি যদি ২৫ বছর বয়স থেকে দৈনিক মাত্র ৫০ টাকা অর্থাৎ মাসিক ১৫০০ টাকা বিনিয়োগ করেন। সেক্ষেত্রে অবসরের সময় অর্থাৎ ৬০ বছর বয়সে সে ৩৪ লাখ টাকা পাবে। কিন্তু এরজন্য ৩৫ বছর ধরে বিনিয়োগ করা জরুরি।




অবসরের সময়, যখন ৬০ বছর হবে তখন NPS-এ জমানো মোট টাকার ৬০% টাকা উত্তোলন করা যেতে পারে। এর অর্থ হল, অবসরের সময় ২০.১৫ লাখ টাকা পর্যন্ত তোলা যেতে পারে। বাকি টাকা একটি বার্ষিক বিনিয়োগ স্কিমে জমা থাকে। এখান থেকে অবসরের পর মাসিক পেনশন দেওয়া হয়। কোনও ব্যক্তি যদি ৪% হারেও সুদ পান, তবে তিনি মাসিক ৯০০০ টাকা পেনশন পাবেন। তাহলে আর অপেক্ষা কিসের আজকেই এই পেশায় নিজেকে নিযুক্ত করুন ।











