ডান্স বাংলা ডান্সের মঞ্চে ‘ছাইয়া ছাইয়া’ গানে দুর্দান্ত নাচ রাণীমা ওরফে দিতিপ্রিয়ার, রইল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- বিগত বেশ কয়েকবছর ধরেই টলিপাড়ার একটি পরিচিত নাম দিতিপ্রিয়া রায়। শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে প্রবেশ করলেও জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রানী রাসমণি’ তে রানীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা দিতিপ্রিয়া। ইতিমধ্যেই তিনি একজন প্রতিভাবান শিল্পী হিসেবে নিজের ছাপ রেখে দিয়েছেন অভিনয় জগতে।




তবে বর্তমানে অভিনয় জগৎ থেকে একটু দূরেই আছেন তিনি। রানী রাসমণি ধারাবাহিকে রানীমার অন্তর্ধান পর্বের মধ্যে দিয়ে শেষ হয়ে গেছে দিতিপ্রিয়া র চরিত্র। আর তার জেরেই বর্তমানে বেশ কিছুটা ফাঁকা সময় কাটিয়ে নিচ্ছেন তিনি।প্রসঙ্গত,বিখ্যাত ওয়েবসিরিজ ‘তানসেনের তানপুরা’ র দ্বিতীয় পর্বে দেখা যাবে তাকে। কাজেই সিরিয়াল থেকে কিছুটা দূরে থেকে তারই প্রস্তুতি সারছেন অভিনেত্রী।




তবে তার সাথে সাথেই দর্শকদের কাছে রানীমার লুকে পরিচয় পাওয়া দিতিপ্রিয়া সেই ইমেজটিকে ঝেড়ে ফেলতে চাইছেন খানিকটা। আর সেই কারণেই তাকে প্রায় দিনই সোশ্যাল মিডিয়ায় নানান পোশাকে অবতীর্ণ হচ্ছেন। ইতিমধ্যেই তার ভার্সেটাইলিটি তে মুগ্ধ নেট নাগরিক। সম্প্রতি জি বাংলা একটি প্রমো ভিডিও প্রকাশ করেছে। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে ডান্স বাংলা ডান্সের মঞ্চে এবার উপস্থিত হয়েছেন রানী রাসমণি।




তবে মেইন চমক অন্য জায়গায়। ওই ভিডিওটিতে দেখা গেছে ডান্স বাংলা ডান্সের মঞ্চে শাহরুখের ছবির জনপ্রিয় গান ‘ছাইয়া ছাইয়া’ তে নৃত্য পরিবেশন করছেন তিনি। নৃত্য পরিবেশন করার সময় তার পরনে রয়েছে কমলা কালো রঙের ঘাগড়া। আর তার সাথে রয়েছে চোলি। এবং গলা ভর্তি জাঙ্ক জুয়েলারি। ছোট্ট এই প্রমোটিই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তার এই নাচ ইতিমধ্যেই দর্শকদের পাশাপাশি মন কেড়েছে বলিউড স্টার গোবিন্দা জির ও।




এবং আরো দুই বিচারক জিৎ ও শুভশ্রী তো দিতিপ্রিয়ার নাচে এতটাই মুগ্ধ হয়ে যান যে তারাও সরাসরি মঞ্চে চলে আসেন তার সাথে নাচতে। প্রসঙ্গত, দিতিপ্রিয়া একজন পরিণত অভিনেত্রীর পাশাপাশি একজন দারুন নৃত্যশিল্পী ও বটে। যার প্রমান মিলেছে এই ছোট্ট প্রমোটির মধ্যেই। যদিও নাচের পাশাপাশি তার লুক ও নজর কে-ড়েছে দর্শকদের।











