







নিজস্ব প্রতিবেদন :- প্রতিনিয়ত প-থ দু-র্ঘটনা ঘটে চলেছে আমাদের চোখের সামনে ।এই ধরনের দু-র্ঘটনা কখনো কখনো সচেতনতা কারনে হয় কখনো আবার যা-ন্ত্রিক কোন কারণে হয়ে থাকে । পথ দু-র্ঘটনা মানে যে সব সময় আপনার দোষ থাকবে তা কিন্তু নয় কখনো কখনো অন্যের দোষ কিন্তু পথ দু-র্ঘটনার শি-কার হতে পারেন আপনি নিজে । অনেকের আবার প্রা-ণ চ-লে যায়।




তবে আমাদের এমনটা আশা থাকবে সভ্য মানুষের কাছে যে তারা প্রতিনিয়ত সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবে যাতে এই ধরনের দু-র্ঘটনা এড়ানো যায় এবং নিজের প্রাণ কে বাঁচানো যায় । আমরা বর্তমান প্রজন্মের মানুষরা প্রচন্ড পরিমানে ব্যস্ত হয়ে পড়েছি । তাই সব জায়গাতেই যাতায়াতের জন্য তা-ড়াহু-ড়ো যেন আমাদের নিত্যসঙ্গী । এবং এই তা-ড়াহু-ড়োর ক-বলে পড়েই অনেকবার প্রা-ণ হা-রিয়েছে অনেকে ।




তার পাশাপাশি কখনও কখনও আ-ইন ভে-ঙে বা ট্রাফিক আ-ইন ভে-ঙে যাবার কারণে কিন্তু মানুষকে পড়তে হয়েছে বি-পদের স-ম্মুখে এবং সেই সমস্ত ঘটনাগুলো প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে উঠে আসে বলেই আমরা প্রতিদিন সচেতন হতে পারি । তার পাশাপাশি নিতে পারে শিক্ষা । ঠিক সে রকম একটি ঘটনা দেখা গেল সম্প্রতি। ইউটিউবে একটি ভিডিও যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি জায়গায় রেলকর্মী বারবার ক্রসিংয়ের রেলগেট ফেলার চেষ্টা করছে ।




কিন্তু প্রতিনিয়তই দুই দিক থেকে গাড়ি যাতায়াতের জন্য । তার পক্ষে কোন রকম ভাবে সে রেলগেট ফেলা সম্ভব হয়ে উঠছে না । অবশেষে কোনরকম ভাবে সেই রেল কর্মী রেলগেট ফেলতে সক্ষম হয়েছে । কিন্তু তিনি দেখেননি যে অপর দিক থেকে দুরন্ত গতিতে একটি বাইক । আছে যার ফলে ঘটে গেল এই দু-র্ঘ-টনা । যখনই রেলগেট পড়েছে তখন রেলগেটে এসে স-জোরে ধা-ক্কা মে-রেছে সে বাইক আরোহী যদিও এরপর কোনো হ-তাহ-তের খবর পাওয়া যায়নি ।




মুহুর্তের মধ্যে ভাইরাল হওয়া এই ভিডিওটি । রীতিমতো সচেতনতার অভাব জনিত কারণ কে স্পষ্ট করে তুলে ধরেছে । তার পাশাপাশি মানুষকে এ ব্যাপারে অবগত করেছে যে যতই তা-ড়াহু-ড়ো থাকুক না কেন এমন বেশ কিছু জায়গা থাকে যেগুলো খুব সাবধানতার সাথে পারাপার করতে হয় নইলে ঘটতে পারে জী-বননা-শ এই ঘটনার প্রমাণ ।











