








নিজস্ব প্রতিবেদন :- মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে গত কয়েক দিন ধরেই বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ
কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার থেকেই আকাশের মুখ মেঘলা থাকছে ।মাঝে মধ্যে আবার দু-এক পশলা বৃষ্টি হচ্ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রানুসারে তেমনটা জানা যাচ্ছে যে আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।




দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম হলেও বর্জ্য বিদ্যুৎ মাঝারি ধরনের বৃষ্টিপাত এর কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের যে রীতিমতো নাজেহাল অবস্থা রাজ্যবাসী বিভিন্ন জায়গায় জমে গেছে জল। এমন বেশ কিছু জায়গায় রয়েছে যেখানে বন্ধ হয়ে গেছে যানবাহন পরিষেবা সেই অবস্থাতে নৌকাতে করে পরিষেবা প্রদান করা হচ্ছে সেই সমস্ত এলাকাতে ।




আমরা জানি যে রাজ্যে বর্ষার আগমন ঘটেছিল একটি নিম্নচাপের হাত ধরে পুনরায় বঙ্গোপসাগরে কি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সে নিম্নচাপের জন্য এই ধরনের বৃষ্টিপাত এর ঘটনা লক্ষ্য করা যাচ্ছে । সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কলকাতা এবং তার সংলগ্ন এলাকাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সাথে রয়েছে বর্জ্য বিদ্যুৎ এর হবার সম্ভাবনা রয়েছে ।




কলকাতা ছাড়াও বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। অন্য দিকে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।











