







নিজস্ব প্রতিবেদন :- প্রতিনিয়ত প্রাকৃতিক যে সমস্ত সৌন্দর্য গুলো থেকে থাকে সেগুলো আমাদের মন কে জয় করে নেই । সেটা গাছপালা পশুপাখি জন্তু-জানোয়ার অন্য কিছু হতে পারে । কিন্তু যদি প্রশ্ন ওঠে টিয়া পাখি নিয়ে তাহলে তো আর পালাবার কোনো পথ নেই । ভালো না লাগা ছাড়া কোন উপায় নেই । কারণ টিয়া পাখি এতটাই সুন্দর দেখতে হয় এবং এর গায়ের রং এতটাই মধুর যে খুব অল্প সময়ের মধ্যে যে কাউকে আকর্ষিত করে তুলতে পারে ।




এই পাখি বিশেষ বৈশিষ্ট্য যুক্ত এই পাখিটি এখন প্রায় প্রতিটি বাড়িতে কম বেশি দেখা যায় । যদিও সরকারের তরফ থেকে টিয়া পাখিকে খাঁচায় ব-ন্দী করা আইনত অপরাধ সরকারের চোখকে ফাঁকি দিয়ে অনেকে বাড়িতে টিয়া পাখি পুষে রাখে । টিয়া পাখি নানান ধরনের ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে থাকি । শুধু মাত্র টিয়াপাখি নয় তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ধরনের ঘটনা সামনের সারিতে উঠে আসে যেগুলি সম্পর্কে আমরা অবগত থাকতে পারতাম না যদি না সোশ্যাল মিডিয়া সেগুলিকে সম্প্রচার করত ।




তাই একপ্রকার যোগাযোগ মাধ্যম বা সামাজিক মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া । জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের কাছে । বর্তমানে প্রত্যেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে এবং করে সক্রিয় ভাবে সেই সোশ্যাল মিডিয়া । এভাবেই সোশ্যাল মিডিয়াতে দেখা গেল চারটি টিয়াপাখির খুনসুটি ভিডিও এবার সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হল চার চারটি টিয়া পাখির, খু-নসু-টির একটি ভিডিও। যা দেখলে সত্যিই মন মুগ্ধ হয়ে যাওয়ার জোগাড়। ভিডিওটির প্রথম দেখা যায়, একটি তক্তপোশের উপরে তিনটি টিয়া পাখি একসাথে দানা খাচ্ছে,




আর একে অপরকে ঠোকরানোর মাধ্যমে খেলা করছে। তাদের এই খেলা দেখে আরো একটি টিয়া পাখি সেই দলে যোগদান করে। এরপর চারজন মিলে একসাথে ঘুরে ঘুরে দানা খাওয়ার পাশাপাশি খু-নসু-টিতে মত্ত হয়ে যায়। অস্পষ্ট ভাষায় বিভিন্ন ভাবে ডাকতে থাকে তারা। একে অপরকে আবার ঠোঁটে করে দানা খাইয়ে দিতেও দেখা গিয়েছে। ইতিমধ্যে ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে ছড়িয়ে পড়েছে সর্বত্র এসেছে অনেক মন্তব্য ।











