শাড়ি পড়েই এক হাতে বিশাল বড় বাস চালাচ্ছেন গৃহবধূ! সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- নারীরা দশোভূজা । সংসারের কাজ সামলে ও অফিস কাছারি প্লেন ওড়ান ট্রেন চালানো সবকিছুই তারা এক হাতে করে থাকে । তাই তাদেরকে দশোভূজা বলা হয় । ‘মহিষাসুরমর্দিনী’ বলা হয় তাদেরকে । সমস্ত অশুভ শক্তির বিনাশ রয়েছে তাদের হাতে । এবং সবথেকে যে বিষয়টি উল্লেখ যোগ্য সেটি হলো নারী মানেই দেবতা । এমনটা মনে করা হয় অনেক ক্ষেত্রে । তার চাক্ষুষ প্রমাণ হয়তো আমরা বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি ।




যদি তার জলজ্যান্ত উদাহরণ হাতের সামনে খোঁজার চেষ্টা করি তাহলে আপনি আপনার বাড়ির মাকে দেখুন । কিভাবে সকাল থেকে রাত অব্দি একনাগাড়ে হা-ড়ভা-ঙ্গা খাটুনি খাটার পর সংসারের বাইরে যাবতীয় কাজকর্ম তারা করেছে । পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা প্রতিনিয়ত দাবি করে এসেছে যে তাদের অবদান সবথেকে বেশি । কিন্তু সেই চিত্র বা ভোল বদলকে সম্পূর্ণ রকমভাবে পাল্টে দিয়েছে বর্তমানের এই নারীশক্তি ।




এখন সমাজ গঠনের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের অবদান সমান । এমন কোন জায়গা নেই যেখানে প্রসার ঘটেনি নারী ক্ষেত্রে । সম্প্রতি সেই চিত্র দেখান ভিডিওর মাধ্যমে । আমরা এর আগে দেখেছি মহিলা ট্রেন চালাচ্ছে চালাচ্ছে প্লেন এমনকি টোটো চালাচ্ছে সংসারের হাল ধরতে । যেকোনো পরিস্থিতিকে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার অদম্য ইচ্ছাশক্তি প্রতিনিয়ত বেড়েই চলেছে বর্তমানে এই নারী সমাজের মধ্যে ।




সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে,এক মহিলা একটি বড় স্কুল বাস চালাচ্ছেন। সাধারণত ড্রাইভার এর ক্ষেত্রে আমরা পুরুষদেরই দেখে থাকি, কিন্তু এই বিরল দৃশ্যটি দেখে সবাই হয়ে গেছেন অবাক। সম্ভবত কোনো কারণেই মহিলাকে আজকে এই পেশা বেছে নিতে হয়েছে। মহিলাকে তার এই কর্মের জন্য প্রত্যেকে কুর্নিশ জানিয়েছেন। মেয়েরা যে কোন অংশে কম নয় তাই মহিলা দেখিয়ে দিয়েছেন।




ভিডিওটি পোস্ট করা হয়েছে “শখ কত” নামে একটি ফেসবুকের পেজ দেখে। প্রায় হাজার হাজার মানুষ ভিডিওটি লাইক করেছেন। হাজার হাজার মানুষ কমেন্ট করেছেন ভিডিওটিতে। প্রত্যেকেই মহিলার এই এনার্জি দেখে প্রশংসায় পঞ্চমুখ। রীতিমতো গঠনের দুনিয়াকে তোলপাড় করে দিয়েছে ওই মহিলা ।











