ছোট্ট ইউভানকে কোলে নিয়ে কথা বলা শেখাচ্ছেন বাবা রাজ চক্রবর্তী! নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হলো ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- অভিনয় জগতে সাফল্য আসার পর সাফল্য এসেছে তার ব্যক্তিগত জীবনের । অনেক সং-গ্রাম এবং পরিশ্রম করে আজকে নিজের এই জায়গাটা ধরে রাখতে পেরেছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর । বর্ধমান থেকে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণে তাগিদে অবশেষে ক-ঠোর পরিশ্রম এবং সং-গ্রাম করে তিনি তার স্বপ্ন পূরণ করতে পেরেছেন এবং ধীরে ধীরে বিভিন্ন দুর্ধর্ষ ছবিতে অভিনয় করে হয়ে উঠেছেন এই বাংলার একজন সুপারস্টার।




অভিনয় জগতে থাকাকালীন তার সাথে পরিচয় হয় রাজ চক্রবর্তীর অর্থাৎ পরিচালক রাজ চক্রবর্তী সাথে । তারপর সে সম্পর্ক প্রেমের সম্পর্কে পরিণত হয় । এবং অবশেষে গত তিন বছর আগে তারা বিয়ে করেন । তাদের ঘর আলো করে আসে ছোট্ট একটা পুত্রসন্তান আগের বছর । তাকে নিয়েই মেতে থাকে সব সময় তার পরিবার ।




কখন কি করছে কিভাবে হাঁটাচলা করছে ওঠাবসা করছে বা কথা বলার চেষ্টা করছে সমস্ত কিছুকে ক্যামেরাব-ন্দি করার চেষ্টা করা হয়ে থাকে যা পরবর্তী ক্ষেত্রে শেয়ার হয় সোশ্যাল মিডিয়াতে এবং তার অনুরাগ সংখ্যা কম নয় । তাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া মাত্রই ঝ-ড়ের গ-তিতে। ভাইরাল হয় । সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে এবং ভিডিওটি এক বছর আগের এমনটা বলতেই পারেন ।




সে ভিডিওতে দেখানো হয়েছে যে হা’সপাতালে মধ্যেই সন্তান জন্মগ্রহণ করার পর রাজ চক্রবর্তী তাঁর নিজের সন্তানকে আলতোভাবে কোলেনিয়েছে এবং কথা বলানোর চেষ্টা করছে । সে বলছে যে বাড়িতে গিয়ে সে যেন সবাইকে হাই বলে । সে বাড়িতে রয়েছে ঠাকুমা দাদু মা দিদি সকলের সকলের সাথে যেন সে পরিচয় করে নেয় । অবাক করার মত কান্ড হলো সেই সদ্য জন্ম নেওয়া বাচ্চাটি রাজ চক্রবর্তীর কথা মনোযোগ সহকারে শুনছে । দৃষ্টি সরছেনা তার চোখের থেকে । ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে ।











