গরমের প্রচন্ড তাপদাহ থেকে অবশেষে মুক্তি! বাংলার বিভিন্ন জেলায় চলছে স্বস্তির বৃষ্টি।









নিজস্ব প্রতিবেদন :- প্রতিনিয়ত রাজ্যের বুকে বেড়ে চলেছে ভ্যাপসা গরম আবহাওয়া এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ও মৌসুমী রেখার অবস্থান পরিবর্তনের জন্য এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গের দিকে বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে হয়েছিল । সে ঘটনা পূর্বাভাস দিয়েছিল বেশ কিছুদিন আগে আলিপুর আবহাওয়া দপ্তর ।




তবে এই ভ্যাপসা গরমে কলকাতা এবং তার আশেপাশে এলাকাতে মিলল স্বস্তির বৃষ্টি । প্রতিনিয়ত ও নি’ম্নচা’প এর পরিবর্তনের জন্য রাজ্যে একটানা বৃষ্টির ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম । বৃষ্টিপাতের ফলে রাজ্যের কি অবস্থা হয়েছিল সেই ঘটনা আমাদের কারো অজানা নয় ।এমন অনেক জায়গা রয়েছে যেখানে জমে গিয়েছিল জল এবং রীতিমত বন্ধ হয়ে গিয়েছিল যাতায়াত পরিষেবা ।




তবে সেই পরিবেশ কাটিয়ে উঠে আপাতত ঝলমলে আকাশের চিত্র দেখতে পাচ্ছে রাজ্যবাসী । কিন্তু তার সাথে সাথে বেড়ে চলেছে ভ্যাপসা গরমের প্রভাব । পূর্বাভাস অনুসারে স্বাভাবিকের থেকে উত্তরদিকে অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা। মালদা ও দিনাজপুরের একাংশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে রেখাটি। যার জেরে বিহার ও লাগোয়া দিনাজপুর ও মালদায় সোমবার দুপুর থেকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার শুরু হয়। ক্রমশ বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি।




উত্তরবঙ্গে বৃষ্টিপাত আপাতত কয়েকদিন জারি থাকবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ভ্যাপসা গরমের সময় পরিবেশে বেড়ে চললেও উল্টোদিকে নদীয়া এবং দুই দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে সোমবার থেকে । মঙ্গলবার এর পরিবেশ উন্নত হলেও আপাতত আবহাওয়া অনেক ঠান্ডা সেই জায়গাই । কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি পাত এর নাম গন্ধ নেই।











