ঢাকের তালে তালে দুর্দান্ত নেচে নেট দুনিয়ায় ঝ’ড় তুললেন দুই যুবতী! তুমুল ভাইরাল হল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- আমরা ইতিমধ্যে এ ব্যাপারে অবগত যে সোশ্যাল মিডিয়া হল এমন এক ধরনের ধা-রালো হা-তিয়ায় যে হা-তিয়ায় এর ব্যবহার কমবেশি প্রত্যেকে করে ছি । তবে একথা অস্বীকার করার কোন উপায় নেই যে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়াতে বেশি আসক্ত । বিভিন্ন ধরনের ঘটনা রীতিমতো আমাদেরকে কখনো অবাক এবং হ-তভম্ব কর তোলে। হাসি-কা-ন্না রা-গ অ-ভিমান শিক্ষামূলক সমস্ত রকমের ঘটনা উঠে আসে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে




বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্লাটফর্ম হয়ে উঠেছে সকলের মাঝে। শুধুমাত্র ফেসবুক বা ইউটিউবে নয় এমনকি ইনস্টাগ্রামেও এমন বেশ কিছু ছবি এবং ভিডিও মাঝে মাঝে আমাদের সামনে উঠে আসে যা আমাদেরকে আনন্দ দিয়ে থাকে । এর পাশাপাশি বিভিন্ন তারকার তাদের জীবনের ছোটখাট মুহূর্তে তুলে ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে । সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে আপনি অবাক হবেন তার সাথে হবেন কৌতুহলী।




বাঙালি শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গাপুজোর । দুর্গাপুজোর ঘিরে তাদের সারা বছরের আবেগ-অনুভূতি রাগ অভিমান ভালবাসার সব কিছু সঞ্চয় হয়ে থাকেন । অনেকদিন পর বাড়ি পুরনো মানুষদেরকে আবার একসাথে পাওয়া যায় এই দুর্গাপূজার সময় ।তাই আমরা মাত্র ৪ দিনের জন্য অপেক্ষা করি সারাটা বছর ধরে । এই দূর্গা পূজার দশমীর দিন সিঁদুর খেলা হয় ।যেখানে সিন্দুরে ওঠে বাড়ির মা কাকিমা মেয়েরা এবং তার সাথে সাথে আনন্দের নাচ ও হয় ।




সম্প্রতি ইউটিউবে ভিডিও প্রকাশিত হয়েছে ভিডিওতে সেই চিত্র দেখা গেছে । সেখানে দেখা যাচ্ছে যে বেশকিছু যুবতী এবং যুবক মিলে সিঁদুর মেখে দশমীর দিন নাচ করছে । এবং তাদের নাচের ভাবমূর্তি এবং দৃশ্য দেখে রীতিমতো আপ্লুত দর্শকরা এসেছে অনেক মন্তব্য ছড়িয়ে পড়েছে সর্বত্র ।











