








নিজস্ব প্রতিবেদন :- প্রথমবারের লকডাউন এর তুলনায় দ্বিতীয়বারে লকডাউনে চিত্রটা তার থেকেও ভয়ঙ্কর । আমরা দেখেছি যে দ্বিতীয়বারের লকডাউনে প্রায় ৫০ শতাংশ বেতন কমে গেছে বহু মানুষের । দিন আনা দিন খাওয়া মানুষের কপালে সৃষ্টি হয়েছে চিন্তার ভাঁজ । আগামী দিনে কিভাবে পরিবারের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন তুলে দিতে পারবে সে ব্যাপারে রাতে ঘুম হচ্ছে না বাড়ির অভিভাবকদের ।




এমতাবস্থায় কোটিপতি হওয়ার স্বপ্ন রীতিমতো দিবাস্বপ্নে কাছাকাছি বা বিলাসিতা ছাড়া কিছুই নয় । তবুও আমরা স্বপ্ন দেখতে ভালবাসি এবং আমরা সেই স্বপ্নকে সফল করার দায়িত্ব নিতে ভালোবাসি তাই আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ আপনাদের জন্য যারা ভাবছেন ভবিষ্যতে কোটিপতি হলেও হতে পারেন শুধুমাত্র একটি ব্যবসার মাধ্যমে আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন




তথ্যপ্রযুক্তির :- তথ্যপ্রযুক্তি ব্যবসা বর্তমান যুগে সব থেকে লাভবান ব্যবসা হতে চলেছে । কারন এখনকার যুগে মানুষ সামান্য ঘরের বাইরে বেরোলে বা ঘরের মধ্যে থাকা অবস্থাতে তথ্য প্রযুক্তির সাহায্য নিচ্ছে । ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তির সাথে যুক্ত থাকতে পছন্দ করছে বর্তমান যুগের ছেলে মেয়েরা । তাই তথ্যপ্রযুক্তি ব্যবসা যদি আপনি এই মুহূর্তে করতে পারেন তাহলে কিন্তু অধিক লাভবান হতে পারেন ঠিক যেমনটা হয়েছেন বিল গ্রেটস ।




গৃহায়ন ব্যবস্থা :- এই ব্যবসায় আপনাকে সাফল্য পেতে গেলে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় করতে হবে । এবং থাকতে হবে তুখোড় বুদ্ধি । অতীতকালে এই ব্যবসা যেমন রমরমা ছিল বর্তমানেও ঠিক তেমনি রয়েছে। বলাবাহুল্য তার থেকে আরও বেশি রয়েছে কাজেই এই ব্যবসা আপনি করতে পারেন ।




ফ্যাশন ও খুচরা পণ্য :- এই ব্যবসার মাধ্যমে অনেকে নিজের ভাগ্য পরিবর্তন করে থাকে । নিজস্ব ব্র্যান্ডের জামাকাপড় বা খুচরো পণ্য তৈরি করে তা পাইকারি বাজারে বিক্রি করে অনেকেই প্রচুর পরিমাণে লাভবান হয় । এবং প্রতি বছর অনেকেই কোটি কোটি টাকার ধন সম্পত্তির মালিক হয়েছে ।




ফাইন্যান্স এবং বিনিয়োগ :- বর্তমানে শেয়ার মার্কেটের রমরমা অনেকখানি । বিনিয়োগের মাধ্যমে অনেকেই অনেক টাকার অধিকারী হয়ে উঠছে । যেমন ধরুন ওয়ারেন বাফেট যিনি বিনিয়োগের ক্ষেত্রে প্রবাদ পুরুষ। তার মোট সম্পত্তির পরিমান ৭৮.১ বিলিয়ন ডলার। শেয়ার মার্কেটের ঝুঁকি থাকলেও লাভের পরিমাণ কিন্তু অনেক বেশি । মাত্র এক ঝটকায় আপনি পেয়ে যেতে পারেন কয়েক লক্ষ টাকা ।











