আর যেতে হবেনা কোথাও! বাড়িতে বসেই আপডেট করতে পারবেন আধারকার্ডের সঙ্গে মোবাইল নম্বর! রইল পদ্ধতি।









নিজস্ব প্রতিবেদন :- ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনটা ঘোষণা করা হয়েছিল যে প্রতিটি ভারতীয় কাছে একটি নির্দিষ্ট ডকুমেন্টস থাকবে এবং সেটি হবে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ নথিপত্র সেটি হল আধার কার্ড । এখনকার দিনে স্কুলে ভর্তি করা থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স বানানো বা মেডিক্লেম করা সমস্ত কিছুতে আধার কার্ড এর প্রয়োজন পড়ে । কখনো কখনো তাড়াহুড়ো কারণ জড়িত বা অন্য কোন কারণে আধার কার্ডে ফোন নাম্বার ভুল থাকে ।




এবার যদি ফোন নাম্বার ভুল থাকে তাহলে আধার কার্ড সংক্রান্ত যাবতীয় মেসেজ বা গুরুত্বপূর্ণ তথ্য আপনার সেই মোবাইলে প্রেরণ হবেনা । তাই অতি অবশ্যই সেই নাম্বার ঠিক করে নেওয়া দরকার । আগেকার দিনে এই নাম্বার ঠিক করার জন্য ভেরিফিকেশন সেন্টারের লম্বা লাইনে দাড়াতে হতো । যার ফলে চলে যেত গোটা দিনের মতন সময় । কিন্তু এবার থেকে আর এমনটা হবে না । এমনি জানাল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ।এই সংস্থা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট এর সাথে হাত মিলিয়ে এই বিশেষ ধরনের সুবিধা প্রদান করতে চলেছে দেশবাসীকে ।




যেখানে আপনি বাড়িতে বসে পোস্টম্যানের সাহায্যে আধার কার্ডের ভুল নাম্বার ঠিক করে নিতে পারবেন । ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ শুরু করছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। UIDAI-এর প্রধান ডক্টর সৌরভ গর্গের কথায়, ‘আধার পরিষেবাকে সব সময় আরও সহজ করে তোলার চেষ্টা করা হচ্ছে। আর তাই গ্রামীণ ডাক সেবক ও পোস্টম্যানদের সাহায্যে বাড়িতে বসেই মোবাইল নম্বর আপডেট করার পরিষেবা শুরু হচ্ছে।




এর ফলে যাঁরা আধারের মোবাইল নম্বর আপডেট করতে চান তাঁদের সুবিধা হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও পেতে পারবেন। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর জে ভেঙ্কটরামু বলেন, “যে সমস্ত জায়গায় এখনও আধারের পরিষেবা ভাল ভাবে পৌঁছয়নি, সেই সব জায়গায় পোস্টম্যান ও গ্রামীণ ডাক সেবকদের সাহায্যে আধারের সঙ্গে ফোন নম্বর আপডেট করার কাজ সহজ হবে।




”ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের ৬৫০ টি শাখার মাধ্যমে এই নেটওয়ার্ক নিয়ন্ত্রিত হবে। যাতে মোবইল নম্বর আপডেটে কাজ করবেন ১.৪৬ লক্ষ পোস্টম্যান বা গ্রামীণ ডাকসেবক। ইতিমধ্যেই এই বিশাল সংখ্যক ডাকসেবকদের মোবাইল ও বায়োমেট্রিক যন্ত্রের সাহায্যে পরিষেবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এবং UIDAI-এর নয়া উদ্যোগে এবার থেকে পোস্টম্যানরাই বাড়ি এসে আধারের মোবাইল আপডেটে সহায়তা করবেন। তাহলে চিন্তা কিসের । কোনরকম কোন ভেরিফিকেশন সেন্টারে নাকি বাড়িতে বসে কিন্তু আপনি আপনার আধার কার্ডের ভুল নম্বর পরিবর্তন করে নিতে পারবেন ।











