আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল UIDAI! এবার থেকে খুব তাড়াতাড়ি মিলবে নথি! জানুন বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :- ফেরার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার আধার কার্ড সংক্রান্ত । আমরা জানি যে এই আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি আমাদের জীবনে । কেন্দ্রীয় সরকারের নীতি অনুসারে ভারতবর্ষের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ নথি থাকবে যা প্রত্যেক কাজের জন্য ব্যবহৃত হবে । সেটি হল আধার কার্ড । বর্তমানে এখন যেকোন জায়গায় যেতে গেলে আধার কার্ড থাকা বাঞ্ছনীয় ।




কিন্তু যারা দেশের বাইরে থাকে বা প্রবাসী যারা তাদের ক্ষেত্রে কি করা হবে এবার তাদের সংক্রান্ত বিস্তারিত সিদ্ধান্ত নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আমরা দেখেছি এর আগে আধার কার্ড সংক্রান্ত যাবতীয় নতুন নতুন সিদ্ধান্ত নিয়েছে এই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া । যার ফলে সুবিধা পেয়েছেন কয়েক হাজার মানুষ । আধার কার্ডের নাম ফোন নাম্বার ঠিকানা কোন কারনে ভুল হলে বাড়িতে বসে সেগুলো আপনারা ঠিক করে নিতে পারতেন ।




তার পাশাপাশি আরও একাধিক সুযোগ-সুবিধা মানুষের সামনে তুলে ধরেছিল এই সংস্থা । তবে সম্প্রতি তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । যার মাধ্যমে তারা তুলে ধরে প্রবাসীদের কথা। এবার থেকে আর ১৮২ দিন অপেক্ষা করার কোন প্রয়োজন নেই । সাধারণ নাগরিকের মতন তারা আধার কার্ডের জন্য আবেদন করতে পারে । প্রবাসীরা নিজেদের জন্য আধার কার্ড তৈরি করতে পারে তার জন্য তাদের কে নিকটতম আধার কেন্দ্রে যেতে হবে।




সঙ্গে অবশ্যই ভারতীয় পাসপোর্ট নিয়ে যেতে হবে । এরপর নিয়মমাফিক আবেদনপত্র ভরে জমা দিলেই হবে। জমা দেওয়ার পর একটি এনরোলমেন্ট স্লিপ দেওয়া হবে। তাতে থাকবে ১৪ সংখ্যার আইডি। সেই আইডি ব্যবহার করে UIDAI-এর ওয়েবসাইট থেকে আধারের প্রক্রিয়াকরণ কতদূর এগোল তা ট্র্যাক করা যাবে ।
#AadhaarforNRIs
Non-Resident Indians (NRIs) need not wait for 182 days. NRIs with valid #Indian #passport may apply for #Aadhaar on arrival.
Visit your nearest #AadhaarEnrolment Centre: https://t.co/oCJ66DUBEk
For more details, call at 1947 or write to us at [email protected] pic.twitter.com/alON4X19MI— Aadhaar (@UIDAI) August 26, 2021











