








নিজস্ব প্রতিবেদন :- প্রতিনিয়ত সাপের নানান ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের সামনে উঠে আসছে । যার ফলে সম্পর্কে আমরা সচেতন হচ্ছি এবং শিক্ষা অর্জন করতে পারছি । কোন সাপের বি-ষ রয়েছে কোন সা-প বি-ষাক্ত নয় সে সমস্ত খুঁটিনাটি তথ্য গুলো আমরা জানতে পারছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ।




বিষাক্ত সাপ যদিও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় না জনবসতিপূর্ণ এলাকা তে তবুও মাঝে মধ্যে কোন কারণবশত সেই সমস্ত এলাকায় উপস্থিত হয় বিষাক্ত কিছু সৃষ্টি করে তাদের পরিবেশ আর এই ভিডিওর মাধ্যমে । বিছানা নিয়েছে হোক কিংবা ঠাকুর ঘর বানানো ঘর বা গ্যাস সিলিন্ডার যেকোনো জায়গা থেকে যদি কোনো কারণে বি-ষাক্ত সাপের দেখা পাওয়া যায় তাহলে সেটি মুহূর্তের মধ্যে সৃষ্টি করা আ-তঙ্কের পরিবেশ কারণ বিষাক্ত সাপ যদি কোনো কারণে বাড়ির মধ্যে প্রবেশ করে তাহলে যেকোনো সময় বাড়ির যে কোন সদস্যকে আ-ঘাত হা-নতে পারে ।




সাপের বিষ মানব শরীরের পক্ষে ক্ষ-তিকর সে ব্যাপারে নতুন করে বলার কোন অপেক্ষা রাখে না । যদি এখন চিকিৎসা ব্যবস্থা উন্নত । কিন্তু তবুও এই সংখ্যাকে একেবারে সারানো সম্ভব হয়নি । এমন কিছু বি-ষাক্ত সাপ রয়েছে যাদের কা-মড়ে মাত্র ৫ সেকেন্ডে একটি মানুষ মা-রা যেতে পারে । সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে যেখানে দেখা যাচ্ছে যে রান্না ঘর থেকে উদ্ধার হয়েছে একটি বি-ষাক্ত কো-বরা সা-প ।




মির্জা মোহাম্মদ আরিফ নামক এক ব্যক্তি নিজের ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক এই সাপ ধরার ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যায়, কিভাবে এক ব্যক্তি বিষাক্ত সাপটিকে রান্নাঘর থেকে উদ্ধার করে প্লাস্টিকের কৌটোর মধ্যে বন্দি করে নিয়ে চলে যান। ভিডিওটি রীতিমতো ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়েছে। এরই মধ্যে ভিডিওটি বর্তমান দর্শক সংখ্যা আড়াই লাখেরও বেশি।











