রেশন কার্ড হারিয়ে বা ছিঁড়ে গেছে? চিন্তা নেই! মাত্র দুই মিনিটের মধ্যে অনলাইন থেকে পেয়ে যাবেন E-রেশন কার্ড! রইল বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :- পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একাধিকবার বিভিন্ন রকম নিত্য নতুন নিয়ম জারি করেছে রাজ্যবাসীর জন্য । এবং মূলত সেই সমস্ত নিয়ম গুলো রেশন কার্ড সংক্রান্ত হয়ে থাকে । কারণ একাধিকবার বিভিন্ন রকম অভিযোগ উঠে এসেছে রেশমি চু-রির বি-রুদ্ধে । জা-লিয়াতির ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে । তাই এবার নানান ধরনের নিয়মের বেড়াজালে বেঁধে দেওয়া চেষ্টা করেছে রাজ্যবাসীকে ।




কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় রেশন কার্ড হারিয়ে যাচ্ছে নইলে নষ্ট হয়েছে সে ক্ষেত্রে ভো-গান্তির শি-কার হতে সাধারণ মানুষদেরকে । সাধারণ মানুষের অনেক সময় রেশন দোকানে গিয়ে রেশন কার্ড হারিয়ে ফেলে বা বাজার করতে গিয়ে রেশন কার্ড হারিয়ে ফেলে । সে ক্ষেত্রে তাদের কারণে রেশন কার্ড করার দরকার পড়ে । যা অনেক সময় সাপেক্ষ । তার পাশাপাশি অনেক ধরনের অনেক নিয়মের মধ্য দিয়ে অতিক্রম করতে হয় ।




ফলে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষেরা । তবে রাজ্য সরকার এর নির্দেশে রেশন কার্ড হারিয়ে গেলে চিন্তার কোন কারণ নেই । কারণ অনলাইন থেকে আপনি ই রেশন কার্ড প্রিন্ট করে নিতে পারবেন । এবং এই রেশন কার্ডের সুবিধা পাবেন যে আপনি আসলে পাচ্ছিলেন কিভাবে বাড়িতে বসে অনলাইনে রেশন কার্ড পেতে পারেন। এই রেশন কার্ড পেতে গেলে আপনাকে প্রথমে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে অফিশিয়াল ওয়েবসাইট যেতে হবে ।




সেখানে স্ক্রিনের দিকে একদম নিচে ই রেশন কার্ড বলে একটি অপশন দেখতে পাবেন । সেখানে ক্লিক করুন । তারপর একটি নতুন পেজ খুলে যাবে । সেই নতুন পেজে আপনার নাম এবং কোন ক্যাটাগরির রেশন ইত্যাদি যাবতীয় তথ্য প্রদান করলে আপনার সামনে একটি রেশন কার্ড খুলে যাবে । এই রেশন কার্ড দিয়ে আপনি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন । এছাড়া আপনি পরিবারের সবার রেশন কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন।











