







নিজস্ব প্রতিবেদন :- রাজ্যে বিডিও অফিসে মিড ডে মিল স্কিম এর আওতায় ডাটা এন্ট্রি অপারেটরের জন্য প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ হতে চলেছে আগামী দিনে দেশের এই বেকারত্বের অবস্থাতে এই ধরনের চাকরির নিয়োগপত্র বেকার যুবক সমাজের মুখে হাসি ফোটাবে এমনটা বলা যেতেই পারে। আসুন দেখে নেই এই চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য ।




পদের নাম:-ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যস্থান পদের সংখ্যা :-বিজ্ঞপ্তিতে কোনো রকম কোনো শূন্যস্থান পদের উল্লেখ করা হয়নি ।




শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে অতি অবশ্যই যেকোন বিষয় নিয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে ।তার পাশাপাশি কম্পিউটারের জ্ঞান থাকতে হবে । থাকতে হবে সার্টিফিকেট।
মাসিক বেতন:- মাসিক ১৩০০০ টাকা করে বেতন দেওয়া হবে আবেদনকারীদেরকে ।




বয়স :- আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হবে ।
আবেদন পদ্ধতি : -মূলত এটি অফলাইনে আবেদন হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে কুড়ি আগস্ট । নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার জন্য এই আবেদনের নিয়োগপত্র জারি করা হয়েছে । তবে পশ্চিমবঙ্গে যে কোনো স্থানের বাসিন্দা আবেদন করতে পারে। এক্ষেত্রে আবেদন মূল্য কিছু লাগবেনা।











