







নিজস্ব প্রতিবেদন :- প্রতিনিয়ত নানান ধরনের ঘটনার সম্মুখীন থাকতে পারি আমরা মূলত সোশ্যাল মিডিয়ার জন্য । কারণ সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ধরনের ঘটনার উদ্ভাবন করে প্রতিনিয়ত সেগুলো সম্পর্কে আমরা অবগত থাকতে পারতাম না । এখনকার যুগে প্রতিটি ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন রয়েছে । তার সাথে রয়েছে ইন্টারনেট । স্মার্টফোন এবং ইন্টারনেটের সমন্বয়ে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকা খুব সহজ ব্যাপার হয়ে উঠেছে প্রতিটা মানুষের কাছে ।




তাই সোশ্যাল মিডিয়া ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে আমাদের সকলের কাছে । এই সোশ্যাল মিডিয়াতে দেখা গেল এবার এমন একটি ঘটনা যা থেকে আপনি এমন টা বলতেই পারেন যে এদের জন্য কখনো কখনো রেল দুর্ঘটনা হয় । ট্রেন দু-র্ঘটনা কোনো নতুন ব্যাপার নয় । বহু আগে থেকে ট্রে-ন দু-র্ঘটনা মতন ম-র্মান্তিক চিত্র আমাদের সামনে উঠে আসে । কিন্তু কখনও কখনও সে সমস্ত দু-র্ঘটনা এড়ানো সম্ভব হয় যদি এই সমস্ত বিষয়ে সচেতন থাকা যায় ।




শুধুমাত্র মানুষের জন্যই যে ট্রেনের দু-র্ঘটনা ঘটে এমন কিন্তু নয় অনেক সময় বিভিন্ন পশু পাখির জন্তু-জানোয়ারের উপস্থিতি কিন্তু দু-র্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে সেখানে দেখা যাচ্ছে যে একটি ট্রেন দু-রন্ত গ-তিতে ছুটে চলেছেন তার গন্তব্যের দিকে। কিন্তু হঠাৎ করেই একদল হনুমানের বাচ্চারা এক জায়গা থেকে অন্য জায়গাতে যাতায়াতের জন্য রেললাইন পারাপার করতে শুরু করে ।




ঠিক সেই মুহূর্তে যদি আপনি ভিডিওটি ভাল রকম ভাবে লক্ষ্য করে দেখেন তাহলে এমনটা বুঝতে পারবেন এর সামান্য ব্যবধানে জন্য সেই সমস্ত হনুমানের বাচ্চা গুলো ট্রে-নের ধা-ক্কা থেকে রেহাই পেয়ে গেল যদি সামান্য সময়ের তারতম্য ঘটত তাহলে কিন্তু একসাথে বেশ কয়েকটি হনুমানের প্রাণ ট্রে-নের ধা-ক্কায় চলে যেত আমরা মানুষেরা পৃথিবীর উন্নত জীব হয়েও সচেতন হতে পারে না সেখানে অনুমান এরা কিভাবে হবে এমনটা প্রশ্ন করেছে অনেকে ।











