ভয় দূর করে করোনার ভ্যাকসিন নিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক! শেয়ার করলেন ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- আমরা জানি যে এই মুহূর্তে দেশের কি ভ-য়াবহ প-রিস্থিতি পরিস্থিতি । কিছুদিন আগে আরো ভ-য়ঙ্কর হয়ে উঠেছিল । করোনা ম-হামা-রীর ক-বলে পড়ে রীতিমতো মৃ-ত্যুর মিছিলে ঘি-রে ধ-রেছিল গোটা পৃথিবীর চারদিকে । শুধুমাত্র কা-ন্নার আ-ওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল একের পর । এক এক প্রিয়জন আমাদের ছেড়ে চলে যাচ্ছিলো অন্যত্র । কিন্তু পরিস্থিতি সামাল দিয়েছে একমাত্র ভ্যাকসিন ।




ভারত এবং অন্যান্য দেশের মিলিত প্রচেষ্টায় ভ্যাকসিন ইতিমধ্যে খুব অল্পসময়ের মধ্যে আবিষ্কৃত হয়েছে । তবে এখনো পর্যন্ত ভ্যাক্সিনেশন বা টিকাকরণ সম্পূর্ণ রকম ভাবে সম্পন্ন হয়নি গোটা দেশজুড়ে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কে তরফ থেকে বারবার প্রচার করা হচ্ছে যাতে প্রতিটি নাগরিক তাদের ভ্যাকসিন নিকটবর্তী হেলথ সেন্টার থেকে নিয়ে নেয় এর জন্য বিশেষ অ্যাপ্লিকেশন নামানো হয়েছে বাজারের ।




যার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনার নিকটবর্তী কোন হেলথ সেন্টারে গিয়ে ডেট বা তারিখ বুক করতে পারবেন । সেই সং-ক্রান্ত মাঝেমধ্যে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছিল খবরের শিরোনাম এ । তবে এবার সবকিছু বিতর্ক এবং নেগেটিভিটি কে সরিয়ে নিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক । কোয়েল মল্লিক যেমন অভিনয় জগতে সচেতন থাকে সব সময় । ঠিক তেমনই তিনি একজন সচেতন নাগরিক হিসেবে প্রমাণ দিয়েছে এর আগে বহুবার ।




দেশে যাতে কোনরকম ভাবে আর সং-ক্রমণ নতুনভাবে না ছড়ায় তাই ভ্যাক্সিনেশন বা টিকাকরণ অত্যন্ত জরুরী । প্রত্যেকের জন্য এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত করলেন কোয়েল মল্লিক । সম্প্রতি তিনি একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । সেখানে দেখা যাচ্ছে তিনি ভ্যাকসিন নিচ্ছেন । তার আগেরদিন ভক্তদের সাথে নিজের মনের কথা শেয়ার করেছেন অভিনেত্রী । শুভশ্রী গাঙ্গুলীর পর কোয়েল মল্লিক ভ্যাকসিন নেবার ছবি শেয়ার করলেন তার অনুরাগ এর সাথে। এবং প্রত্যেকে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।











