







নিজস্ব প্রতিবেদন :- সোশ্যাল মিডিয়ার দরুন আমরা বর্তমান যুগে এমন বেশকিছু ধরনের ঘটনা দেখে থাকি যা হয়তো এর আগে আমরা কোনোদিন দেখিনি । সেই সমস্ত ঘটনাবলি আমাদেরকে অবাক করে তোলার পাশাপাশি করে তোলে হ-তভ-ম্ভো এবং কৌ-তুহলী । যেহেতু সোশ্যাল মিডিয়ার হাত ধরে মুহুর্তের মধ্যে উঠে আসা যায় সবার নজরে । তাই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে জনপ্রিয় হতে চাই এই প্রজন্মের প্রতি ছেলে এবং মেয়ে ।




সেই তালিকা থেকে বাদ যায়নি অভিনেতা এবং অভিনেত্রী । নিজেদের জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে জীবনের ছোটখাট মুহূর্ত তুলে ধরে অনুগামীদের সাথে। সাপের কথা নতুন করে আর বলার কিছু অপেক্ষা রাখেনা । সাপ হচ্ছে এমন এক ধরনের সরীসৃপ প্রাণী যাকে পৃথিবীর প্রতিটি মানুষ ভ-য় পায় । কিন্তু সাপুড়েরা কখনোই সাপকে ভ-য় পায় না ।কারণ তাদের কাজ সাপ নিয়ে ।




এই মত অবস্থায় সোশ্যাল মিডিয়াতে আমরা বেশ কিছু ধরনের ভিডিও দেখতে পারি যেখানে আমরা দেখতে পাবো যে কোন সাপুড়ে বিষাক্ত সাপকে উদ্ধার করছেন । এর আগে বহু মানুষের মৃত্যু ঘটেছে সাপের কামড়ের ।কারণ তখনকার দিনে ছিলনা কোন উন্নত চিকিৎসা ব্যবস্থা ও যোগাযোগব্যবস্থা । কিন্তু বর্তমান এ সেই সংখ্যা কমে এসেছে । সম্প্রতি যে ঘটনাটি সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি সেটি অত্যন্ত ভ-য়ঙ্কর ।




কারণ সেখানে দেখা গেছে ১১ ফুট এর একটি লম্বা বি-ষাক্ত বড় কো-বরা সাপ । সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে কোন একটি এলাকার একটি ক্ষেতের মধ্যে একটি বি-ষধর সা-প যাকে কো-বরা বলে সেটি ছিল সেটি নজরে প্রথমে আসে সেখানকার গ্রামবাসীদের। তারপর তারা সেখানকার স্থানীয় সা-পুড়েদের খবর দেয়। প্রসঙ্গত উল্লেখ্য সেই সা-পুড়ে রা যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত এবং এক মহিলা সা-পুড়ের সেখানে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হন ।




এবং অভিনব কায়দায় এই সাপটিকে তারা ধরতে সক্ষম হয় । কিন্তু ভ-য়ঙ্কর ব্যাপারটি হলো যে কিছুক্ষণ পর সাপটি নিজের রূপ ধারণ করে অর্থাৎ সে রীতিমত ফ-না তু-লে ভ-য় দে-খাতে শুরু করে। সেই মহিলা যদিও এই ল-ড়াই কিছুক্ষণ চলার পর অবশেষে মহিলাটিকে ব্যা-গের মধ্যে ভ-রে নিতে সক্ষম হন। এবং পরবর্তীকালে কোথাও এই সাপটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়। এই ঘটনাটি রীতিমতো ন-জর কে-ড়েছে নেটিজেনদের ।তার পাশাপাশি অনেক ধরনের মন্তব্য এসেছে সেই ঘটনাকে কেন্দ্র করে । এবং ভিডিও দেখে অনেকেই আ-তঙ্কিত হয়ে উঠেছে।











